হাবিবুর রহমান এনার * তিনটি কবিতা
ভাগ্য
দাউদাউ
বোধের উনুনে জ্বলছে বিগত
ভ্রান্তির খড়কুটো
একদার
সোনালী ডানার গাঙচিল আজ
সর্বস্ব বিতাড়িত —বিপন্ন পালক
হস্তরেখা গূঢ় বিশ্লেষণ পরিশেষে
বলেছে—
ওপাড়ার গুণিন
ভাগ্যে না কি...বিয়োজনই ভারী
বিধ্বস্ত
জানি...
জেনে গেছি কখনও
আর
সুখের কপোত
সানন্দে পালক খসাবে না
পামরের বিষাদিত আঙিনায়
বিধ্বস্ত
ঘরের দাওয়ায় বসে ঈথারে...
শুনবো—
সুখের কীর্তন তোমার ডেরায়
পাপাশয়
যতই
মহুয়া সুর ধরি জীবন-তানপুরায়
ততই ছন্নছাড়া সুর হয়ে ভাসি—
লাওয়ারিশ...বাতাসের আঙিনায়
নিদারুণ
পাপাশয়ে তারগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়
সখি
তোরা বলে দে...
তনু রুহের বেহদ দুঃখ কী করে গুছাই?
*******************************************************************************************
জন্ম: ২৫ জুন ১৯৭৪ বাবা: হাজী মুক্তাদির আলী মা: ফাতেমা বেগম স্থায়ী ঠিকানা: গ্রাম ও ডাক: খাটকাই, গোলাপগঞ্জ, সিলেট। বর্তমান ঠিকানা: সৈয়দ মন্ঞ্জিল, ২২-বি উদয়ন আ/এ, সৈয়দপুর, ইসলামপুর, মেজরটিলা, সিলেট। শিক্ষা: সিলেট এম সি কলেজ সিলেট হতে গ্র্যাজুয়েশন- ১৯৯৪ খ্রি. লেখালেখির শুরু: স্কুল জীবন থেকে। মূল ধারার লেখালেখির সঙ্গে যুক্ত ১৯৯০ খ্রিস্টাব্দ হতে। সম্পাদনা: "খোয়াব" সাহিত্যবিষয়ক ছোটকাজ। সাংগঠনিক সম্পাদক: সাবেক বিভাগীয় লিটলম্যাগ সম্পাদক পরিষদ, সিলেট।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন