জাগ্ৰত বসন্তে
দেবাশীষ মুখোপাধ্যায়
তোমার নাচের স্কুল ' নূপুর ' এ আজ বসন্ত বন্দনা চলছে। তুমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বসন্ত বন্দনা বলতে, বসন্ত উৎসব নয়।
নাচ, গান, আবৃত্তি, কবিতা পাঠে জমজমাট। এলাকার মান্যগণ্য অতিথিরা উপস্থিত। ওদের আপ্যায়নে তোমারই স্কুলের ছেলেমেয়েরা। আমার এই দিনটা তুমিময় নির্জন বাস থাকে। তোমার পোঁতা পলাশ গাছটার নিচে বাগানের কোণের ছায়ায় চেয়ার পেতে বসে।দূর থেকে দেখে চলেছি তোমারই সংস্কৃতির ধারা বয়ে নিয়ে চলেছে তোমার ছেলেমেয়েরা। একটা ভালোলাগা ছুঁয়ে যায় বুকের নিভৃত কোণে।
আবীর মেখে বাচ্চারা ছোটাছুটি করছে। দূরে মহিলারাও আনন্দ ভৈরবীতে। সবই ঠিকঠাক আছে। শুধু কোথায় যেন এক নীরব অভিমান! এতো কিসের তাড়া ছিল তোমার? সারা জীবন হাতে হাত বেঁধে বেঁধেই তো সব কাজ করেছিলাম। তবুও তুমি.....
একটা পলাশ ফুল টুক করে ঝরে পড়লো গায়। সাদা পাঞ্জাবিতে লাল রঙ আমাকে যেন রঙীন করে দিয়ে গেল। হয়তো এ তোমার বসন্ত উপহার। কান্না ভেজা চোখে ফুলটা আকাশের দিকে তুলে গেয়ে উঠলাম তোমারই প্রিয় গানটা:" রাঙিয়ে দিয়ে যাও যাও/ যাও গো এবার যাবার আগে।"
************************************************************************************************
দেবাশীষ মুখোপাধ্যায়
রয়েল কমপ্লেক্স ,কাঠালবাগান ,উত্তর পাড়া, হুগলী থেকে লিখছেন। পেশা: শিক্ষকতা ,নেশা : কলম চারিতা ,সাপলুডো খেলা শব্দ নিয়ে ,অণুগল্প ,ছোট গল্প ,কবিতা, প্রবন্ধে সুখ-দুঃখ ,হর্ষ-বিষাদ, আড়ি ভাবের অনুভবে থাকা ,জীবনের দুই স্তম্ভ রবীন্দ্রনাথ বিবেকানন্দের আদর্শ মনন, যাপন ও শীলনে.. স্বপ্ন: পৃথিবীকে ভালবাসার যৌথ খামার বানানো..দিক চক্রবালে হিরণ্যগর্ভ আলোর খোঁজ ..পাখি ,গাছ আকাশের সাথে মন কি বাত.. সূর্যের নরম আলোয় সুখের আবিরে মানুষের সাথে হোলি খেলা..




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন