বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

গুচ্ছ কবিতা * প্রদীপ ঘোষ





কবিতাগুচ্ছ * প্রদীপ ঘোষ











বিনিময়

ফুল, শুধু একটু মধু দিও
তোমার পরাগ রেণু রেণু...
ভ্রমর ভ্রমরী ; বিছিয়ে দিয়েছি দেখ আগামী
অরণ্যের শরীর মন। অটবী বিটপী-তে কুঞ্জবেণু।



আসক্তি

আমি নেই। তোমার এই ভাবনাটাই
আমায় বাঁচিয়ে রেখেছে। আচমনে কতকাল
ছুঁয়ে দেখিনি বলো? আসলে তোমায়
বোঝবার চেষ্টা করে চলেছি জল,
অবিরল...



স্টাম্পেড

কলিঙ্গ কুরুক্ষেত্র নয়।
ধর্মীয় জমায়েত, প্রতিবাদী মঞ্চে ধুন্ধুমার
গোনাগুণতি মানুষের মৃত্যু। অথচ চত্বরে 
ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য চটিজুতো ;
অনাথ, বেনামা শবের হাহাকার।



উপলব্ধি 

শরীর জরাগ্রস্ত কিন্তু
মন চিরকালই নবাগত।
এখন বোঝালে ক্যালকুলাস মনে হবে
তুমি বুঝতে চাইবে না হে নবীন....
টিলার ওপরে পৌঁছোলে সে ভূমি ও সমতল-ই, অনুভবে।







দ্বিচারিতা ১.


আরশোলাটা কে তাড়া করতে করতে
টিকটিকিটা উঁচুতে দেয়াল বেয়ে দ্রুত এগিয়ে চলেছে
আমি মনে প্রাণে চাইছিলাম আরশোলাটা যেন
পালিয়ে যেতে পারে। অথচ আমার 
সুদৃশ্য ড্রইংরুমে আয়ত্তের মধ্যে এলে তৎক্ষণাৎ 
আরশোলাটা কে আমিইতো নির্ঘাত......



দ্বিচারিতা ২.

অন্য কোনোদিন এত দেরি হয় না।
আজ লম্বা লাইন অথচ সামনে ঝোলানো
নেই দেখে ভেতর ঘরে উঁকি মারতেই
গা গুলিয়ে উঠলো। রক্ত আর রক্ত
মাথা ঝিম ঝিম। বাড়ি ফিরবো কীভাবে?

দুপুরে ডাইনিং টেবিলে মা কে বললাম
আজকের কষা মাংসটা যা রেঁধেছো-না মা, অসাম
রাতে লুচি করবে জাস্ট জমে যাবে।




************************************************************************************************

প্রদীপ ঘোষ

 'দেশ' পত্রিকা সহ অন্যান্য লিটল ম্যাগাজিন, ই-ম্যাগে স্বরচিত কবিতা প্রকাশিত। ফেবুতে যথারীতি নিয়মিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা। কলকাতা নিবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন