বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

সৃশর্মিষ্ঠা




সৃশর্মিষ্ঠা * দুটি কবিতা 







মায়াজল

পৃথিবীর শেষ বিকেলের গায়ে আছড়ে পড়েছে সিঁদুর। আতঙ্কে অচল বিষ্ণুপ্রিয়া। তার স্বাতী সৌন্দর্যে কাফি সুরে বাজে নিঃসঙ্কোচ স্খলন। ঠোঁটের কম্পনে পর্ণমোচী প্রার্থনা। সংসারী বীণ থেকে ছিঁড়ে গেছে অমৃতাক্ষর ধাগা। বিচলিত সন্ধেয় বিহ্বল চেতনা।


সময়ের চিবুকে কৃষ্ণ তিল। আরও স্পষ্ট। দৃষ্টিতে বৃন্দাবনী নিখুঁত পথ। তুলসী তুলসী কারুশিল্প। হেনেছে সন্ন্যাসের কার্নিভাল। বিচলিত নবদ্বীপ।  শব্দহীন শাঁখাপলা। শ্রীমতীর এয়োতি চিহ্নে ভীষণ জ্বর। কোটাল বাতাসে মায়াজল টলমল। সংজ্ঞাহীন প্রদীপ উসকে দেয় নির্বিকার অন্ধকার... 











শীত এলে

আমি আপেলে ফোস্কা দেখি


এমনই শীতল দিনে

     মালুসরঙা সদ্যোজাত

     মৃত ও অনাহত

     ভাসানের আয়ুরেখায়

     এসেছিল কোলের সীমায়

বুকের শ্মশানে 

আজন্ম জ্বলে

মরশুমে ডুকরে ডাকে, মা


শীত এলে

আমি আপেলের কান্না শুনি












**************************************************************



সৃশর্মিষ্ঠা


জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন