অণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি ----
রাখাল বালক ও উদাসী মেঘ
প্রভাত ভট্টাচার্য
রাখাল বালক রোজই যায় ধেনু চরাতে । একফাঁকে সে বসে পড়ে গাছের তলায় আর বাঁশিতে সুর তোলে আপনমনে । অদ্ভুত সুন্দর সেই বাঁশির সুর। তারপর আবার ঘরে ফেরে গরুর পাল নিয়ে।
কিন্তু তার মনে দুঃখ। তার বাঁশির সুর শোনার জন্য কোনও মানুষ নেই। তবুও সে বাঁশি বাজিয়ে চলে নিজের খেয়ালে । বাঁশি হল তার নিত্য সঙ্গী।
সেদিন বিকেলবেলায় অন্যদিনের মত সে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ চোখ গেল আকাশের দিকে। ঘুরে বেড়াচ্ছে কত মেঘের দল ।
তাদের চোখে যেন উদাসী দৃষ্টি। মন দিয়ে বুঝি তারা শুনছে বাঁশি বাজানো।
মন ভালো হয়ে গেল রাখাল বালকের। মনপ্রাণ দিয়ে সে বাঁশি বাজিয়ে শোনাতে লাগলো উদাসী মেঘেদেরকে।
************************************"**************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন