বিকাশ চন্দ * দুটি কবিতা
অন্তর্গত জলের হৃদয়
জলে যে জলছবি আঁকা হয়ে যায় জীবনের
কী করে ধরে থাকে জলের অদিবাস
জলের ভেতর পুনর্জন্ম মানুষের সনাতন ছায়ায়
পৃথিবীর সকল যুগই চেনে যুগন্ধর
এখন খুঁজে ফেরে মাটি ধান ক্ষেত শস্য ভূমি
বড় জরুরী সকল মানুষের মতো তৃতীয় বসতি
কখনো লেখা হবে জল আর মানুষের জন্ম জীবনী
সকল ঔদার্য ছুঁয়ে সৃষ্টি রহস্যে সপ্ত ঋষি কাল
এ জীবনের উঠোনে যত রক্ত পাত নীরবে শত্রু হীন
সকল বাধ্যতা নেচে ওঠে নিরন্তর আলোর মহড়ায়
বড় আনন্দে কোলজুড়ে জ্যোৎস্না মাখে ডালিম ফুলের পুতুল
সারাক্ষণ তখন আবিশ্ব জুড়ে পাখিদের গান
কোন বেচা কেনা নেই শত্রু হীন ঈশ্বর আর ফুলে
রহস্য মোড়া কোন কোন মানুষ দেখালো হৃদয়ের মুখ
শিক্ষা দীক্ষা সকল মাধুর্য দু'হাতে জড়িয়ে নির্বাক
হাজারো রহস্য ঘিরে আছে প্রতি সময়ে আত্মহত্যা
ঝরা পাঁপড়ির কলরব ভেসে যায় নিষিদ্ধ জলের স্রোতে
আমার উষ্ণতা নিয়ে কেন সরে যাও অন্তর্গত জলের হৃদয়
অস্ফুট অশ্রুত কথারা
প্রতিদিনই কিছু ক্লান্ত বিষণ্ণতা তছনছ করে হৃদয়
টাটকা কথাগুলো অযথা বাসী ফুলের মতো
বিচ্ছিন্ন পাঁপড়ি উড়ে যায় চেনা বন্ধুর উঠোনে
সে দেখলো কিনা জানিনা জীর্ণ আত্মার আকর্ষণ
কেউ কেউ এখন আগুনের তাপের পাশে
কেউ কেউ মাটির উনুনে পোড়ে একলা ক্ষুধার গ্রাসে
কোঁচকানো কপালের সিঁদুর আজও অবিকল
সকল ঋতু রাতেই আগুনের কাছে শুদ্ধিকরণ আজীবন
এভাবেই উড়ে যাই পাখির ডানায় চেনা না চেনা
স্বপ্নেরা এঁকেছিল চিত্রকল্প নির্ঘুম চুম্বনে
তবুও কোথাও অন্তহীন আর্তনাদ দেখে চির নিদ্রিত লাশ
আজ যা হারিয়ে গেলো সে-ও তো আগামীর অভিশাপ
অস্তবেলার মতো এ জীবন তো চেয়েছিল একদিন
অন্তত একদিন হলেও সকালের সূর্য রঙের সাথে বাঁচো
সেদিন ও সকালের টাটকা ফুল ফুটেছিল অনেক
কেউ কেউ বলেছিল উঠোনে স্বর্গ নেমেছে
চেনা পাখির ঠোঁটে ভেসে যাচ্ছিল মোহাচ্ছন্ন আকাশ
চুম্বন রাখে নিষ্পাপ ঠোঁটে অস্ফুট অশ্রুত কথারা
************************************************************************************************
বিকাশ চন্দ
জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত
কাব্যগ্রন্থ : বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩।
প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"।
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১।
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন