বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

জবা ভট্টাচার্য




জবা ভট্টাচার্য * দুটি কবিতা






নীল_অভিমান_কাজল_কালো_কিনারে


  অগ্নিকোণের তল্লাট জুড়ে বারুদ ঝঞ্ঝা
  বিস্ফোরণের  মন্ত্র দেয় কানে 
  তবু আতর আদর থেকে যায়
                                              অসাবধানে
  বোতামের ঘরে,সুতোর গভীরে---
  তারপর!! তারপরেও তো স্পর্শ  মেঘ বাঁচে!
  আরাবল্লী থেকে অলকা যাওয়ার  পথে
  ভিক্ষে দিয়ে যায় দীর্ঘশ্বাস 

  খাঁ খাঁ মাঝদুপুরে, উদাসী বাতাস
  বুকের আঁচল উড়িয়ে দিলে, মুছে ফেলি
                                                            অবলীলায়
  গীতগোবিন্দের পালা, পলাশের লাল
  সুমধুর অমৃতস্বনন

  অতঃপর
  উজানে একাই হাঁটি--
  এ ক্ষতয় জীবানু সংক্রমণের ভার শুধুই  আমার। 
  এই দৃঢ়দুপুরে  তোমাকে তেমন মনে পড়ে না আর।























মরীচিকা
   বাসক সন্ধ্যায়---একদা আমাদের স্নানগন্ধ
   ছুঁয়েছিল  মাথুরের মেঘমন্থন
   আজও  যেন ডাক দাও আদিম জ্যোৎস্নায়,
   দারুচিনি দ্বীপে সূর্য ডুবে গেলে, কালো চুল থেকে
   ঝরে যাওয়া আঁধারও যে ডাকে অহরহ!

   মুছে যায় আসক্ত আষাঢ়ের সেইসব সিক্ত প্রহর
   বৃষ্টি পাতায় মোড়া  শ্রাবণ-ভস্মমাখা গান
   স্বপ্নও পুড়ে যায়  নক্ষত্র  নির্জন। 
   উল্কা জীবনের  মায়া একাকী পড়ে থাকে বিছানায়।

   আমি খুঁজে ফিরি সোঁদা আবেগে সেই কবেকার     নাকছাবি।




















*********************************************************************************************




জবা ভট্টাচার্য

জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই  কলকাতায়। বিবাহ সূত্রে  উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত  সাজি, মান্দাস,  বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত  হয়েছে। নিজের  একটি কবিতা সংকলন  আছে "মাধুকরী  মন"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন