মহাকালের প্রসাদ
শ্রীদাম কুমার
মহাকালের প্রসাদ পাওয়া সহজ নয়
অত উতলা হলে চলে না
সব অস্থিরতা ঝেড়ে ফেলে হও সুস্থির ,
মগ্ন হও,-- আরো , আরো --- মগ্ন হও ,
নিজের চারপাশে ঘনিয়ে তোলো আরো মগ্নতা,
মগ্নতার ঘোর ; -- নিস্তব্ধ নির্বাক ,
সমাধিস্থের মত ...
এখানে যাওয়া ,ওখানে যাওয়া ,
এর সাথে ওর সাথে
দলাদলি গলাগলি চরকি ঘোরা
------ ফিঙের নাচন .....
নাচন নেশার মাতন ডালে ডালে পাতায় পাতায়
নতুন পাতায় পুরনো পাতায় একাকার
বৃক্ষছায়ার আরামে আয়াসে
কখনো বা ছায়াহীন রৌদ্রে
পুড়তে থাকা......
মহাকালের প্রসাদ পেতে
ছাড়ো মঞ্চ আলোর মোহ ---
তাই তো এতকাল করে এলাম
চোখে ভাসে শুধুই ধূ ধূ চরাচর ---
গুটোতে গুটোতে গুটিয়ে গেলাম!
আর কত গুটোব ?
সম্পর্কের বৃত্ত ছোট করতে করতে হয়ে গেছি
বিন্দু ;
যার দৈর্ঘ্য নেই প্রস্থ নেই ---
অবস্থানটাও বুঝি টলোমলো হতে দেরি নেই আর,
নিশ্চিহ্ন হওয়ার পথেই ...
একদিন হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা কাটতেই দেখতে পাই
ধুলো উড়ছে, ধুলো , --- রাশি রাশি ধুলো...
আর্বতে ঘুরে ঘুরে আঁকছে শূন্যের চুম্বন
ধুলোয় মিশেছে কাগজের গুঁড়ো অফুরান
উইয়ে-খাওয়া ডায়েরির পাতা, আর ---
তারই সঙ্গে লেপ্টে-থাকা সযত্ন অক্ষরগুলি
---আমার অস্মিতা দর্শন বিশ্বাস যা-কিছু
স্তরবিন্যাসে সাজানো যত...।
সাজানো বাগান শুকিয়ে গেলে
ঝুরঝুরে হয়ে কীটের খাদ্য হয়ে
উড়ে যায়
ঝরে পড়ে রেণু রেণু.......
রেণুর রোদন বাজে পাঁজরে পাঁজরে
--- একেই বুঝি বলে মহাকালের প্রসাদ !
এমনি কণা কণা কত মহাপ্রসাদ
জমেছে আজ পর্যন্ত জীবদ্দশার বৃত্তেই
মগ্নতার ঘোরে ও ঘুর্ণনে....
কী ইঙ্গিত দিতে চাইছে
বুকে ধ্যানস্থ নিভৃতচারী মগ্নসাধক ?
কোন ইশারার বর্ণমালা রইবে ঝুলে
আমার মৌনী বৃক্ষে ?
জানা হল না আজও...
বোঝাও গেল না কিছু এখনো !
ক্ষনিক বুদ্বুদ,
জিজ্ঞাসাগুলি তবু আসে ভেসে ভেসে
কোন মহাপ্রসাদ লেখা থাকবে
আমার কপালে , আমার লেখাগুলির জন্য ,----
যখন পাড়ি দেবো খুঁজে না পাওয়ার দেশে ?
কোন পাঠকের রইবে দায়
আমার নশ্বরতা ঘেঁটে অবিনশ্বর অনন্তের
স্বর্ণকণা খুঁজে নেওয়ার ?
************************************************************************************************
জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩ ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।'কবিতার আকন্দ' নামে একটি সাময়িকী সম্পাদনা করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন