কবিতাগুচ্ছ * স্বপন নাথ
তসবির জপতে জপতে
ওভার ব্রীজ
পাশে নন্দন ; রবীন্দ্রসদন
সকৌতুক রানওয়ে ভাসাচ্ছে পৃথিবী - - - পৃথিবী -
নক্ষত্র - - - অগম
তার গায়ে শুধুই মাত্র হিম ।
অত্যল্প বয়স দ্বিধাহীন কুকুরকুণ্ডলী
পৌষের সংক্রান্তি মেখে
কলাইয়ের ডিস সঙ্গী পেয়েছে শুধু
একটি আধুলি ।
তসবির জপতে জপতে
সেলাইয়ের পুঁথি ছড়িয়ে ছিটিয়ে যায়
সযত্নে তুলে নেব তাকে !
আগুন- - - আগুন- - -
একটা সিগারেট ফেলে রাখি ।
স্বাস্থ্য
যাপনের গহ্বরে আলো পড়ে যেই ; দেখি ,
ভাস্বর দেওয়াল লিখন ।
ভেসে ওঠে কৌতুক আকাশ - -
নক্ষত্রের মতো তার গায়ে প্রেম প্রেম চোখ মটকানো আলো ।
ছায়াপথে নিগঢ় ভাঙাগুলি নিবিড় ঝুমঝুমি
অন্তরঙ্গ মুহূর্তগুলো প্রসর মেঘ ঘর্ষণ দেয় তখন ।
অদৃশ্যে ঝরিয়ে ফেলে মধু
স্বাস্থ্য পান করি ।
চাকা
ভালোবাসা প্রত্যেকে দেয় , যে যার ধরনে ।
যোগ্যতার দরকার গ্রহীতার - - - গ্রহনে ।
এই কথা বলে লোকসব
হাড়ে হার বসায় ।
কৈশর সিক্ত বোধ যৌবন পৃক্ত বোধে
থই না পেলে
ভালোবাসা ভ্রাম্যমান চাকা লিক করে ।
পিলসুজ
কোনো সুযোগ নয়
পাল্টা মার রেখেছি প্রপাতে
কিন্তু মার রুচি নেই ।
ঠেকের মাতাল , চৌকাঠ জোচ্চর কিংম্বা
পাশে বসা কৃষ্ণ দয়াল
সকলেই সমান তার কাছে ।
যতক্ষণ না খাচ্ছেন না কেউ ; খাবেন না তিনি
এও এক ভ্রমণ রেখেছে পিলসুজ
দ্বেষ দিশা ভেসে যাবে কিনা স্রোতে
(কোন ডাক পাঠাবো বাঁকে বাঁকে )
আমি না ঠেকে না চৌকাঠে , কৃষ্ণ দয়াল
প্রাকৃতিক সৌকর্যে সীমারেখা টেনে গেছে ।
মা'র মুখ চেয়ে
প্রত্যাঘাত ভ্রূণজ ভ্রমণ পেয়েছে - - - ।
ও জীবন
বেঁচে থাকার মনীষাগুলোয় রূপকের ছোঁয়া রাখো জীবন ।
স্পৃহা দিয়ে বাঁধো । যাতে আড়ালগুলো আহ্লাদ পায় ।
বিকাশের মোহগুলো খেলনা প্রিয় ভ্রমণ পেয়ে ঘুরুক ।
সঘনয় নিবিড় বসুক ।
এইখানে মাৎসর্য ইদারার ঠাণ্ডা পানীয়ই রাখে
যদি
চুকচুক চুমুক ; কেঁচিয়ে দিয়ো না উন্মুখ । মৃত
মৃগ মনে মায়ারূপ ফুটুক ।
ভেঙে যখন যাচ্ছে সব কিছু ; উদাসীর সারল্যও ক্রুর ।
দীর্ণ ফুল ছুঁয়ে বাঁচুক ।
ঘৃণা , ঘৃণা শুধু ঘৃণা ধরে গেলে ; ইচ্ছা পূরণের কাঁটাতীক্ষ্ণ মুখ
তিষ্ঠতে দেয় না জেদ । দাঁড়গুলো যে যার জলে
ফেলতে পারি না যে ,
ও জীবন , কিছু একটা ব্যবস্থা রাখো হে ; যাতে রক্ত ওঠা
মুখগুলোর ফেনাময় কসে ভালোবাসা দু-দণ্ড বসে ।
*********************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন