বিলকিশ বেগম * দুটি কবিতা
জলোচ্ছ্বাস
পাহাড়ের মতো আমিও ঘুমিয়ে পড়ি
ভোরের মৃদু আলো
পালক স্পর্শ অনুভূতি
ভিজেছি কতো জীবনের বর্ষণে
কেবল ভেজা হলো না শ্রাবণের জলে
মরুভুমি মন
জীবন জীবনই
হেরেছি তবুও হারাই নি কিছুই
মন জলোচ্ছ্বাস
উপছে পড়ে হৃদয়
সমুদ্রের বুদবুদগুলো
নির্মল নীলিমা
আজও সাক্ষ্য হয়ে থাকে স্মৃতির গৃহকোণে
সিম্ফনি
আকাশে লেগে থাকে সময়ের ঘ্রান
সময় বয়ে যায়
নদীর ধারা
চেনা বিকেল ফিরে ফিরে আসে
কফি হাউস
সব স্মৃতি
পুরোনো কথাগুলো মনের ভেতর
ঠোঁটের কোণে মেঘ
জমে জমে রাত
শিউলি ফুল ঝরে পড়ে
শীত কথা
লেপের ভেতর
*************************************************************************************************
বিলকিশ বেগম
কবির জন্ম ১৮৮২ সালে ৯ই ফেব্রুয়ারি। হাওড়া জেলার অন্তর্গত জয়পুর থানার থলিয়া গ্রামে। একান্ন বর্তি পরিবারে বেড়ে ওঠা। শৈশব থেকে নিজের পরিচিতি সত্তার মধ্যে কিছু গড়ার এক অদম্য প্রচেষ্টা।
স্নাতকে পড়তে পড়তে বিয়ে হয়ে যায় কলকাতায়। লেখালেখির ঝোঁক কৈশোর থেকেই। হঠাৎ একজনের প্রেরণা আসে। সেই থেকে লেখার শুরু। এখন প্রতিদিনই কিছু না কিছু লেখেন। সাহিত্যকেভালোবেসে আরো লিখে যেতে চান।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন