মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

চন্দন রায়




চন্দন রায় * দুটি কবিতা











আমি দাঁড়িয়ে আছি

ভালবাসার ঢালু পথ
কিছু দৃশ্য , কিছু অদৃশ্য , দীর্ঘজীবী সরু রাস্তা
সামনে দিয়ে ট্রেন চলে যায় , মানুষ -- 
কিছু চেনা , কিছু অচেনা, দূরত্ব মেপে যায়
শব্দহীন স্রোত
এদের নাম জানি না , পরিচয় ----- 

আমি দাঁড়িয়ে আছি
কতক্ষণ দাঁড়াবার সময় , পরিমাপের যন্ত্র
আমার হাতে নেই , উঠোনে থৈ থৈ করছে জল
খবরের কাগজের ওপর দুটো শালিক
নিজেদের মধ্যে কিছু বলছে, কিছু বলছে না
অমরতার সঙ্গী
ডাক্তার সাইকেলে রুগী দেখতে গেল , মুমুর্ষ
আমি দাঁড়িয়ে আছি -----

















ইচ্ছের শরীর

আমার অনেক কিছু ইচ্ছে করে
কেউ এসে হাত রাখলে আমি তার হাত ছুঁয়ে
ধারালো অক্ষরের মতো বসে পরি
কেউ শীতের রাতে জঙ্গল থেকে ফিরে এলে
ঠোঁটের ছোঁয়ায় বুনো গন্ধ ভালবাসি ---

আমার অনেক কিছু ইচ্ছে করে
মেঘের প্রাচুর্য দেখে মেঘ
পাইনের ভিড়ে হারানো সকাল
পাথরের সন্ন্যাসী রূপ , ভিতরের দেয়ালে সমাপ্ত
চিন্হ মুছে সমর্পণের বিবিধ পিপাসার ছবি এঁকে দিতে

আমার অনেক কিছু ইচ্ছে করে
অথচ কবরের নিচে জমে থাকা মাটি বারবার
চোখে চোখ রেখে বলে ---
ইচ্ছেরা চিরকালই পাখা মেলে রাখে -----













**************************************************************************



চন্দন রায় 

আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি । আটটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা । নতুন মান্দাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে । কবি চন্দন রায়ের সম্প্রতি প্রকাশিত  দুটি কাব্যগ্রন্থ :  শিরোনাম সন্ধান চলছে এবং চিত্র নাট্যের ভিতর থেকে  





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন