নিশীথ ষড়ংগী
নিরুত্তর
প্রানবন্ত প্রক্রিয়ার অন্য নাম ই তো সৃষ্টি
যাপনের জন্য লাগে যথেষ্ট ক্ষমতা
শব্দ খুঁড়ে খুঁড়ে তুমি কী পাও তাহলে?
কী কী দিতে পারো আর কীইবা অদেয়?
অর্বুদ অর্বুদ জন্ম,ঘনঘোর, কৃষ্ণগহ্বর
ব্যপ্ত এই মহাবিশ্ব
অক্ষরের সাধ্য নেই এসব ধারণ করতে পারে --
শুধু ভালোবাসা আর শুদ্ধ ভালোবাসা আর একটুকরো ভালোবাসাবাসি,,,
কী রঙ,কেমন গন্ধ,গহন, মেধাবী?
উত্তরবিহীন এই নীলগ্রহে কতোদিন এভাবেই নিঃস্ব বেঁচে আছি,,,,,
***************************************"**********************
নিশীথ ষড়ংগী
নয়ের দশকের অন্যতম কবি।প্রধান প্রধান প্রায় সমস্ত বাণিজ্যিক ও অবানিজ্যিক পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে।প্রকাশ পেয়েছে বেশকিছু প্রবন্ধ ও ছোটগল্প। প্রথম ও প্রধানসান্নিধ্য কবিতায়। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট।কেন্দ্রীয়সরকারী চাকুরি থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত।বর্তমান স্থায়ী ঠিকানা বাঁকুড়া জেলা হলেও জন্ম অধুনা ঘোষিত ঝাড়গ্রামে।এ পর্যন্ত সাতখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি প্রকাশিত-----




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন