শীলা দাশ
ডার্করুম থেকে
ওই তো জাহাজের ভো
কবেকার ট্রেনের হুইসেল
পর্যটনের ডার্ক রুম থেকে
স্মৃতিগুলো মন্থর ভার
নিয়ে একে একে বেরিয়ে
আসছে অবলুপ্ত চরাচরে।
চাঁদের পাশে পাশে কেমন
নীরবে নিভৃতে কাটালে!
সেই স্মৃতিগুলো রোমন্থন
করে পুরনো ট্রাঙ্কে র
ভেত র পাট পাট করে
কেমন রেখে দিলে!
এই যে বরফ পথে
ধুধু মাঠের নিষেধাজ্ঞার
দিকে হেঁটে গেলে
মৃদু পায়ে, অন্তরাল
খুঁজেছিলে মহীনের
ঘোড়াগুলোর অন্ধকার
আস্তাবলের নীচে
জোৎস্না চিহ্নিত করে
চাঁদের গর্ত থেকে
হিম কুড়িয়ে নিয়ে
তারপর মেখে দিলে
শীতের বিকেলগুলো র
নরম আদুল গায়ে।
সেই বনবীথি সন্ধ্যা
পথ দিয়ে চাঁদের মায়ায়
কাকে খুঁজতে গেলে?
তুমি ফিরে দেখেছো
অস্পষ্ট সব কুয়াশা বার্তা
ধোঁয়াশার প্রতিরূপ
হয়ে ফিরে আসছে।
হয়তো এটাই তোমার
ভাবি কালের এপিটাফ।
এই সুখী খোলা জানালা
গুলোর সাথে তোমাকে
কেমন দুঃখী দুঃখী খুব
অসুখী মনে হচ্ছে যেমন
এ বাড়ির নিভে আসা
ও অসুখী একা বন্ধ
জানালা।তুমি এইসব
কুয়াশা বার্তা গুলো
মনের গভীরে সুখ
অনুভূতির বাক্সে রেখে
দাও হয়তোবা একদিন
সেটা সুন্দর এফিটাফ
হয়ে উঠবে যদি না
লেখা কবিতা গুলো
কোন দিন শিশিরের
জল থেকে খুঁজে
পাওয়া যায়।
******************************************************************************************
শীলা দাশ
জন্ম ৪ জানুয়ারি ১৯৫২,বারাসাত
পিতৃভূমি বাংলাদেশ
শিক্ষা এম এ বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়
অবসরপ্রাপ্ত রাজ্যসরকারি কর্মচারী
নিবাস বারাকপুর
পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাসহ কলকাতার
কিছু বিখ্যাত সাহিত্য পত্রিকাতে নানা কাব্যসংকলনে কবিতা প্রকাশিত হচ্ছে।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
গাঢ় নীল অন্ধকারে * সময় ফুরোবার আগেই * রোদ মেলেছে পা * বিস্মরণে ২৫শে বৈশাখ * নাম দিলাম প্রত্যয় * সেদিন সূর্যাস্তে *পৃথিবীর বয়সিনী মেয়ে* প্রেমকাব্য ও সনেটগুচ্ছ * বইমেলায় প্রকাশিত-- নগরালি ঠোঁটে উটের গ্রীবা



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন