সাধন চৌধুরী * দুটি কবিতা
হৃদয় সংবাদ
সেইসব মূঢ় অবকাশ মনে হয়
বাতাসে নিহিত ছিল অক্ষয় বীজের
পরম্পরা ; গোঠের রাখাল জেনেছিল
নবীনা কিশোরী প্রেম আঁধল উন্মুখ…
স্বপ্নাবিষ্ট প্রতিরাত দিনেতে ভঙ্গুর
পূর্বাভাসহীন মেলা মেঘের সঞ্চার
স্তব্ধ ডানা খুলে রেখে নিজেকে সোহাগ
উপাদেয় আত্মরতি সফল স্খলনে…
আজ চোখে জল নেই মুখে স্মিত হাসি
কবিতায় ভরে দিই ভালবাসাবাসি
ক্লেশটুকু সত্ ছিল বাকিটা বানানো
অশ্রুর জবানবন্দি সাধ্যাতীত আজও।
ভিক্ষুণীর পায়ে
অপত্যরা শেষে প্রব্রজ্যার পথ নেবে
বেছে অসময়ে ; সব ভিক্ষু পায়ে পায়ে
সংসার জড়ানো ; অনেক আতুর চোখ
ভিক্ষুণীর পায়ে রেখে ব্যর্থ অনুনয়.…
জীবন যাপন এক অসমাপ্ত পুঁথি
পূর্বাশ্রমে লেগেছিল জলযাত্রা ঢেউ
নিম্নচাপে ভেসে গেছে যৌবন বাউল
এখনই পুরুষার্থ খোঁজে অন্যমন.…
গুটনো সুতোর মতো খুলে যায় পথ
দিশা তার কেঁপে ওঠে পথিক বিভ্রমে
নিয়ত চলার হাতছানি ঘুরপথে
নিরুদ্দেশ নিয়ে যায় অচেনা কুহক…
সংক্ষুব্ধ যাপনে দোসর চেয়েছে বলে
ভুল নির্বাচনে যাবে অতলান্ত জলে!
*******************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন