লালন চাঁদ * দুটি কবিতা
কেবল প্রশ্ন
হা করে চেয়ে আছি
এই আকাশ নদী আমার পায়ে লেপ্টে যাচ্ছে
বৃষ্টির মতো ঝরে পড়ছে অশ্রু
হাহাকার
খেজুর গাছে শিউলি
খেজুর গাছের জিভ থেকে ফেটে পড়ছে রস
আমি দেখছি রক্ত
মানুষগুলো মরে যাচ্ছে
মৃত্যু মিছিল। আমার চোখে জল নেই
কেবল প্রশ্ন
তবু নিশ্চুপ
তোমাকে ছুঁয়ে আছি
তোমার শ্বাস আমার শ্বাসে
কথা নেই
বিচ্ছেদ ঘনিয়ে আসছে রাতের মতো
জল ছুঁয়ে দেখি
জলছবি। তোমার অবয়ব
গায়ে মাখছি জোনাক
তোমার গন্ধ আমার গন্ধ একাকার
এমন বিচ্ছেদ বিছানায়
মানিয়ে নিতে পারছি না। তবু নিশ্চুপ
এসো একটু জিরিয়ে নিই
হলুদ পাতাগুলো পড়ে যায়
বৃদ্ধরা চলে যায়
যায়
যারা আসে
তারা যায়। কেবল একটু ব্যবধান
ব্যবধান
যেতে হবে জানি
তবে এখনই না
যাবো। চলে যাবো। এসেছি যখন ফিরে যাবো
যাবো
এসো তার আগে এখানে একটু জিরিয়ে নিই
*****************************************************************************************************
লালন চাঁদ
জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস।
তিনটি ই কাব্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন্যাস।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন