বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

লালন চাঁদ




লালন চাঁদ * দুটি কবিতা 







কেবল প্রশ্ন                        

হা করে চেয়ে আছি
এই আকাশ নদী আমার পায়ে লেপ্টে যাচ্ছে
বৃষ্টির মতো ঝরে পড়ছে অশ্রু
হাহাকার


খেজুর গাছে শিউলি
খেজুর গাছের জিভ থেকে ফেটে পড়ছে রস
আমি দেখছি রক্ত


মানুষগুলো মরে যাচ্ছে
মৃত্যু মিছিল। আমার চোখে জল নেই
কেবল প্রশ্ন





















তবু নিশ্চুপ

তোমাকে ছুঁয়ে আছি
তোমার শ্বাস আমার শ্বাসে
কথা নেই
বিচ্ছেদ ঘনিয়ে আসছে রাতের মতো


জল ছুঁয়ে দেখি
জলছবি। তোমার অবয়ব


গায়ে মাখছি জোনাক
তোমার গন্ধ আমার গন্ধ একাকার


এমন বিচ্ছেদ বিছানায়
মানিয়ে নিতে পারছি না। তবু নিশ্চুপ

                 


 এসো একটু জিরিয়ে নিই


হলুদ পাতাগুলো পড়ে যায়
বৃদ্ধরা চলে যায়
যায়


যারা আসে
তারা যায়। কেবল একটু ব্যবধান
ব্যবধান


যেতে হবে জানি
তবে এখনই না
যাবো। চলে যাবো। এসেছি যখন ফিরে যাবো
যাবো


এসো তার আগে এখানে একটু জিরিয়ে নিই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন