বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

মালা ঘোষ মিত্র




মালা ঘোষ মিত্র* দুটি কবিতা 







রোদ

প্রকান্ড জামগাছ দীর্ঘ ছায়া নিয়ে দাঁড়িয়ে, 

সন্ধ্যার অন্ধকারে দীর্ঘ হয় ছায়ারা

মিশে যায়-----

কালচে ডানার বাদুড় উড়ে বেড়ায়, 

পাখিরা ঘরে ফেরে, 

বাসার নিস্তব্ধতা ভাঙায় ছোট্টোছানারা

কিচিরমিচির শব্দে মুখরিত। 

এই সংগীত বাড়ি বসেও শোনা যাবে----

হারিয়ে যাচ্ছে যা খুঁজে আর পাচ্ছি না, 

তানপুরার তার ছিঁড়ে গেলে

আর কি সুর আসে, 

ফুল তো ফোটে সবাই কি গন্ধ নিয়ে বাঁচে? 

পাখি ডাকতে ডাকতে চলে যায়, 

মেহগনি বনে পাতার ফাঁকে রোদ

মনে পড়ে, 

পড়ন্ত রোদে এঁকেছিলে ওষ্ঠে সমুদ্র।













বৃষ্টি 

জোয়ারের রাতে নদী বড়ো গভীর

চাঁদ এসে দাঁড়ায় 

ঝিরঝিরে বৃষ্টিতে, 

উপত্যকায় বড়ো বেশি সরুপথ

কলেজঘাটের  ইছামতী নদী

নিয়ে যায় এক শূন্যতায়

যেখানে আকাশ পেরিয়ে

রাধাচূড়া, তেঁতুলতলা দিয়ে

একঝাঁক  রঙিন প্রজাপতি, 

হেমন্তের বিকেলে একটা ভোঁকাট্টা

ঘুড়ি নেমে আসে ছাদে-----

খোলাচুলে  হিমবাতাস----।













**************************************************************************************************



মালা ঘোষ মিত্র


 কোড়ার বাগান বনগ্রাম, উওর ২৪ পরগণা
থেকে লিখছেন 
পিতা- কালীপদ ঘোষ  মাতা- মায়া রাণী ঘোষ।
জন্মস্থান--বনগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা----- বাংলায় অনার্স, এম.এ,
বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)
দেশে বিদেশে প্রচুর লেখা
প্রকাশিত হয়েছে,
নিজ কবিতা লিখতে, কবিতা পড়তে ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন