বিজয় সিংহ * দু'টি কবিতা
ঘুঘু
অস্ট্রিক বাংলায় ডেকে মরবে বাস্তঘুঘু হয়ে:
অভিশাপ দিয়ে জল জলের প্রচ্ছায়া নিয়ে
নিস্তরঙ্গে ভেসে যেতে থাকে
ত্রিমাত্রিক ডিসেম্বর, তুমিও তো জলের আকাঙ্ক্ষা হয়ে
জলজ্যান্ত স্পার্মদের সার্থক জনমে ছড়িয়েছ
আলোহীন অভিশাপ এতটাও
দিশাহীন ছিল না, মঞ্জিল রাজনৈতিকে ফেটে যাবে
বঙ্গদেশীয় জোৎস্নায় আধপোড়া মুন্ডুরা
ফিসফিস করেছিল
স্বেচ্ছামৃত ঘুঘুদের আত্মজন হয়ে
ভয়
ভয় ছিল, জারুলের দগ্ধ বন পেরোলেই
কাঁটাতার, মাংসের উলসানো ঝোপ
তোমার সচিত্র হৃদি
আধডোবা পাহাড়ের মেমোয়ার্সে যদি নেভে, যদি নিভে যায়..
ভয় ছিল, অতিক্রান্ত হাঁ যদি
মাইহার ঘরানা গিলে ফেলে..
নুনের মন্ডিতে এসে
গলে গেছে দৈবের চতুর্থ গ্রীবা, আমার ধারণা
**********************************************************************************************
৮০ দশকের গুরুত্বপূর্ণ কবি। জন্ম জামশেদপুরে। বসবাস কলকাতায়। এ পর্যন্ত আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম গ্রন্থ 'অযুত মায়াবী ধান্য', সাম্প্রতিক কাব্যগ্রন্থ 'ছায়াছবির গান'। 'প্রলয়ের পাঁচ মুহূর্ত' কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার ওপর গবেষণা করেছেন। 'সুভাষ মুখোপাধ্যায়: পদাতিক কবি, রক্তিম কবিতা' গবেষণা গ্রন্হটি বিপুল ভাবে সমাদৃত হয়েছে। বর্তমানে সাউথ সিটি কলেজের বাংলা বিভাগের এসোসিয়েট প্রফেসর। কাব্যগ্রন্থ----অযুত মায়াবী ধান্য (১৯৯১) প্রেমিক প্রণীত (১৯৯৫) নীল হারমোনিয়াম (১৯৯৫) প্রলয়ের পাঁচ মুহূর্ত (২০০৫) সন্ধের পরের কবিতা (২০১০) কবীরের সঙ্গে চার ফর্মা (২০১৪) অতটা মধুর নয় কেকা (২০১৯) ছায়াছবির গান (২০২১)





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন