বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

অপর্ণা দেওঘরিয়া




অপর্ণা দেওঘরিয়া * দুটি কবিতা 







মেয়েটি

কিছু মুখ যেন প্রতিদিন ডাকে

কিছু মন যেন ঝড় তুলে  ফাঁকে

অথচ মেয়েটি প্রতিদিন যুদ্ধে নামে

কখনো পিপাসায়, কখনো রক্তঘামে।


কত বিকলাঙ্গ মনে উঁকি দেয় কাঁপণ

কত রক্তমাখা দিনে আগুনে পুড়ে মণ,

কত রাত্রির নিশিডাকে ঝড় হয়

দিগন্তে কত ভোর একা জেগে রয়।


মেয়েটির হৃদয়ে কত  ক্লেশ দাগ কাটে

মুগ্ধতার আড়ালে কত ভ্রমর ছোটে

কত কথামৃতের ঝড়ে যাতনার মুক উঁকি মারে

কত ইতিহাস নুড়ি পাথর জমা করে।


মত ঢেউ খেলা করে অস্থির যাপনে

মেয়ে টি কত পদাবলী খুঁজে  সংগোপনে,

নিষ্পাপ ভাসানের গানে  প্রাণ কাঁদে

কত নাগর হাতছানি দেয় ক্ষুধার ফাঁদে।












প্রেম

তোমার চরণ তলে সমস্ত মুগ্ধ প্রেম

নামিয়ে দিলাম, 

মুঠোয় মধ্যে শক্ত করে লাল সুতোয়  বাঁধা অহংকার রেখে এলাম বুকের উপর,

সুরক্ষা থাকবে বলেই বলয়ের উপর  ছিটিয়ে দিলাম রক্তের আলপণা,

ভেঙে ভেঙে সাজিয়ে দিলাম 

মনের ফাঁক ফোঁকরে অজস্র বিষাদের ঢেউয়ে----

অবিরাম দৈব গানে অধরা  নেশায়

ছায়াময় কত বিশ্বাসে মুখরিত জীবন 

রাঙিয়ে দিলাম ইঙ্গিতে 

অসমাপ্ত অনড় কত ঋণ নিভৃতে দুঃখ সুখ  নিয়ে 

নীলকন্ঠ পাখির ডাকে হারিয়ে গেলাম পিপাসায়,

যদি কোনদিন প্রেম আসে নীড়ে

অনন্ত আকাশ জুড়ে  বাতাসের আড়ালে ঝড়ে----যদি উঁকি দেয়।













************************************************************************************************




অপর্না দেওঘরিয়া


জন্ম - পুরুলিয়া  জেলার  রঘুনাথপুরে,পেশায়  শিক্ষিকা। 
বর্তমানে আসানসোলের স্থায়ী বাসিন্দা।

কবিতা গল্প প্রবন্ধ ছড়া নিয়মিত লেখেন,
দেশ, কৃত্তিবাস নন্দন, বিভিন্ন বানিজ্যক অবানিজ্যিক  পত্র পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়ে থাকে।
তার লেখা কবিতা অসংখ্য আবৃত্তি  সংকলনে প্রকাশিত  হয়েছে,
তাছাড়া বাচিক শিল্পী,  দীর্ঘ ত্রিরিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন পত্র পত্রিকায় লিখে আসছেন। 
তার কাব্যগ্রন্থ  জেগে আছো কবিতায়,যৌথ
আলো জ্বেলে বসে আছি যৌথ
হৃদয় বাঁধা জল কুমারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন