মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

অজয় ঘোষ




অজয় ঘোষ * দুটি কবিতা











সূদূরে

এত তো মুখর ছিলে তুমি
বাতাসে ঝাউ দুলছিল
বারান্দায় আরাম কেদারায়
একা  বসেছিল সেই নিরালা দুপুর

অথচ বিকেলের আলোতে দেখি
তোমার মায়াবী পদচিহ্ন চলে গেছে
কত যে সূদূর






















বিরহ

বারে বারে ভাবি
এত তো ভালবাসা
এত পথ হাঁটা
একসাথে 

তবু বৃষ্টি এলে মনে হয়
তুমি চলে গেছো অন্য কোথাও
অন্য কোনো দেশে




**************************************************************************************************************





                                  অজয় ঘোষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন