অজয় ঘোষ * দুটি কবিতা
সূদূরে
এত তো মুখর ছিলে তুমি
বাতাসে ঝাউ দুলছিল
বারান্দায় আরাম কেদারায়
একা বসেছিল সেই নিরালা দুপুর
অথচ বিকেলের আলোতে দেখি
তোমার মায়াবী পদচিহ্ন চলে গেছে
কত যে সূদূর
১৯৪৯ এ জন্ম । শিক্ষাগত যোগ্যতা.. জলপাইগুড়ি পলিটেকনিক থেকে ১৯৭০ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা । কলেজে থাকাকালীন লেখালিখি শুরু । সে সময়ে মিনি পত্রিকা প্রকাশ আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে । পরবর্তীতে বেশ কিছুকাল লেখালিখি থেকে সরে আসা । ১৯৯০ থেকে আবার শুরু । খুব অল্প কিছু পত্রপত্রিকাতে লেখা ছাপা হয়েছে । ফেসবুকে নিজের দেওয়ালে মূলতঃ লেখালিখি ২০১২/১৩ থেকে । কোনো বই প্রকাশ করায় অনীহা আছে । নিজের ভালবাসায় যেটুকু লিখি ,বন্ধুরা পড়েন তাতেই খুশি ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন