শুভশ্রী রায় * দুটি কবিতা
হৃদয়বাতি
কবিতার জানলায় ও লোকটা কে?
কেউ নয়, কেউ নয়।
নিতান্ত সাদামাটা অক্ষর শিল্পী এক
নেই একটাও জয়।
কত তাচ্ছিল্য মাখে, অপমান কুড়োয়,
তারপরেও কলম চালায়।
শব্দের আলোয় পথ চলা অভ্যাস তার;
কখনো বা হৃদয়ও জ্বালায়।
জাদুকরী
কী অপূর্ব টলটলে তোমার ওই চোখ,
জীবনের মানে চোখের মায়াসরোবরে ভাসে!
আয়না হয়ে আমার সম্মোহিত মুখ দেখায়,
স্বপ্নের কাছাকাছি পৌঁছতে ডাকে।
তারাদের সঙ্গে আলো নিয়ে কাড়াকাড়ি করে
রাত হলে পলকের আশ্বাসে ফিরে আসে,
জাদু না জেনেও তোমার জাদুকরী চোখ।
********************************************************************************************
শুভশ্রী রায়
জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন