রথীন পার্থ মণ্ডল * দুটি কবিতা
মা
জন্মের যন্ত্রণা কতটা
তা আমি না বুঝলেও
তুমি অবশ্যই বোঝো
কারণ, সৃষ্টিও তোমার
ধ্বংসও তোমার
ধ্বংসস্তূপের ভেতর সৃষ্টি খুঁজতে খুঁজতে
তোমার কাছেই বারবার ফিরে আসি
আদরের জন্য
স্নেহের আঁচলে নিজেকে
জড়িয়ে রাখার জন্য
ঠিক কতটা অন্ধকারে নিমজ্জিত হলে
আলোর জন্য চিৎকার করে
তোমাকে ডাকতে হবে
বলতে পারো, মা...
শুনতে পেতাম তোমার ডাক
চিঠি আছে, চিঠি!
চিঠি আছে, চিঠি!
ডাকের অপেক্ষায় থেকে যাই আজও
শুনতে পেতাম দরজায় কড়া নাড়া--
চিঠি আছে, চিঠি!
জন্ম থেকে জন্মান্তরে
তোমার সাথে পথ চলা
মন থেকে মনান্তরে
জীবন থেকে জীবনের
পথ বেয়ে কত খবর
বয়ে আনা তোমার
রাতের বেলায় ঘুমিয়ে পড়ে
শুনতে পেতাম তোমার ডাক--
চিঠি আছে, চিঠি!
ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে চলে গেছে রানার
আছে শুধু পোস্টম্যান আর
ইমেল হোয়াটসঅ্যাপের টুং টুং করে দরজায়
কড়া নাড়া--
চিঠি আছে, চিঠি!
রথীন পার্থ মণ্ডল
জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান শহরের রাধানগর পাড়ায়, ২১ শে জুলাই, ১৯৯১ সালে। মায়ের অনুপ্রেরণায় সাহিত্য জগতে পদার্পণ করেন। প্রথম লেখা প্রকাশিত হয় বর্ধমান জাগরণী পত্রিকায়। তারপর থেকে লেখার যাত্রা বহমান। এখনও পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ, দুটি ছড়াগ্রন্থ ও সম্পাদিত পাঁচটি সংকলন প্রকাশিত হয়েছে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন