বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

খগেশ্বর দাস


 


খগেশ্বর দাস * দুটি কবিতা



                                  
                         








অন্তর্জালের ভালোবাসা        
বেজেছে গোপন বাঁশি ঘুমের অদূরে 
সেই থেকে অন্তর্গত ইচ্ছে খান খান 
অনুরাগী মন খুঁজে পেতে চায় 
ঠিকানা বিহীন এমন বিজন 
যেখানে অনর্গল অবিমৃষ্য গানের অচেতন। 

 যে ব্যথার সম্মোহনে চোখ ঢুলু ঢুলু 
মনোহর চৈত্র মাস পলাশে পাগল
বনময় লাল রঙে ইচ্ছামৃত্যু চেয়ে নেয় বিরহী প্রেমিক। 

শ্রাবণের ধারা স্রোত সত্যি নকি ছল 
কবির কলম জানে চৌষট্টি রকম ছলাকলা  
শেষে প্রশস্ত পথ চলে যায় অনুগত ছাদনা তলায়
যার আগাম অনুশীলনে ভালোবাসা ছোটে অন্তর্জালে। 

                     
 

     













তবু কেন অবরুদ্ধ ভোরের আকাশ

অশ্বত্থ পাতার ফাঁকে ইতস্ততঃ ভাসমান মেঘ 
আমি সইতে পারিনা মৌটুসি বনের নীরবতা 
শান্তজল ছায়া এঁকেছে চাঁদের নিমজ্জনে 
বৃষ্টির আরোগ্য চেয়েছে মেঘের বর্ণমালা। 

ওধারে বনের, শোভা ঝোপঝাড়ে পাপিয়ার গান
সুরের কোমল ঊন্মিলনে বাঁশপাতা কাঁপে 
ভেঙে যায় শূন্য নীরবতা 
এতটা যাপন শেষে তবু আমি মুক্তিহীন। 

মাধবীলতার বনে সহস্র ফুলের মেলা
বনগন্ধ কুয়াশানিবিড় পথের নির্জনে 
বহুদূরে প্রতীক্ষায় সোহাগী বকুল 
মেঘে মেঘে অবরুদ্ধ ভোরের আকাশ। 



                     









*******************************************************************************************************




খগেশ্বর দাস

জন্ম -১৯৫৬ শিক্ষা- এম. এস. সি. , পি. এইচডি. পেশা - অবসরপ্রাপ্ত অধ্যাপক কাব্যগ্রন্থ - ১. নিজস্ব পালক  ১৯৯৭ বইমেলা ২. স্নানঘরে নিম ফুলের গন্ধ ২০০৭ বইমেলা ৩. জ্যোৎস্না জরিপ ২০১০ বইমেলা ৪. হৃদয়ে অনন্ত নীল ডানা ২০২১ জানুয়ারি



          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন