বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

প্রবীর বন্দ্যোপাধ্যায়


 


শীত সন্ন্যাস

প্রবীর বন্দ্যোপাধ্যায় 


শীতের দুপুরকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে বৃষ্টির উল্লাস 

মেঘ-পাহাড়ের গল্প নিয়ে অচিন দেশ হয়ে ওঠে আটপৌরে পাড়া

কোথায় যেন অবিরাম ভালুক খেলা চলে -


আমাদেরও বিছানায় নামে ঢেউ মেঘের জার 

ঘুলঘুলিতে বাজে যেন সব খোয়ানো বাঁশি

নিধুবনে কারা যেন সুর তুলেছে রাই

এমন দুপুর বৃথা যাবে!কেমন হবে সাই?


পাহাড়তলীর ছায়া নামে নাগরিক গ্রামে

পাড়ার গায় ভিজছে বন  সেজেছে কথকতা

তালুক জুড়ে ঘিরেছে দেখো আঁধার করা তাঁবু 

বিপন্নতার বাঁওড়ে যেন নৌকা ভেসে যায়

বহু দূরে কারা যেন মেঘের নিচে মাঠ

পেরিয়ে যায় নয়ানজুলি  ময়না নামে গ্রাম 

কিসের খোঁজে যাচ্ছে মানুষ কোন দেশের খোঁজে 

হারানো সুর খোঁজে যারা তারাই শুধু বোঝে-













******************************************************************************



প্রবীর বন্দ্যোপাধ‌্যায়


জন্ম : ৮ জুন ১৯৫৩ বাসস্থান: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ : দহনবেলা পেরিয়ে  আমি ব্লগার নই নষ্ট দিন সাজিয়ে তুলছি প্রায়- গল্পের বই: মাতবর,কই যাও?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন