বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

গুচ্ছ কবিতা * পঙ্কজ মান্না




কবিতাগুচ্ছ পঙ্কজ মান্না 







সূর্যাস্ত 

যাবার আগে জীবন পারাবারে 

এমন অতুল রাঙিয়ে দিয়ে যাওয়া

পরান মাঝির ভুল হয়ে যায় খুবই 

থেমেই যাবে ওপারে দাঁড় বাওয়া 


মানুষ কেন ফুরিয়ে যাবার আগে 

তোমার মতো জ্বলতে পারে না যে !

পুড়তে থাকা মোমবাতিটা দেখে 

উপেন কামার মরছে কেমন লাজে



যুদ্ধ 

একটা আমি ছন্দে বাজে আরেক ছন্দহীন

বাহির আমি প্রেমের কাঙাল, ভেতর শুধছে ঋণ 


মন চেয়েছে বিকেল-আলোয় পথ অন্তহীন

স্মৃতির ওমেই গা সেঁকেছি ফুরিয়ে এলো দিনও 


সূর্য ডোবে যাত্রী-ঘাটে আবিরগোলা জলে

ভেতর আমি স্থির বসেছে বাহির বল্কলে



মালী 

ফুলগুলো যদি কথা বলতে পারতো

প্রেমের মতোই ডাকতো তোমায় রোজ;

এমন মানুষ কেই বা ছাড়তে চায়

যে নিয়তই নিচ্ছে মনের খোঁজ...! 


হয়তো মানুষ তোমায় ছেড়ে যাবে

হয়তো ভুলেই যাবে তোমার নাম;

ফুল-রমণীর অ-বাক চাওয়া দেখে 

সাত জনমের পূর্ণ মনস্কামমনস্কাম











তেমন করে 

তেমন করে ডাকলে যদি অসুখ আসে 

পরম সুখের মতন অসুখ

যাও বললেই  

বিষাদডানায় শঙ্খচিলের দ‍্যুতির আভা 


তেমন করে ডাকলে যদি কান্না নামে 

তপ্ত মরুর বক্ষ ভেজায় 

যাও বললেই  

মনখারাপের অসুখ-বিসুখ মেঘের ভেলায় সাগর পেরোয় 

সপ্ত সাগর তেরো নদীর জলে মেশে --

তাহলে দাও ডাকাডাকি 

বক্ষে নামুক তোমার কৃপান

'যাও'  কথাটি মেঘ-সহেলী , যাচ্ছে উড়ে চিলের সাথে 



পলি 

জীবন-জোয়ারে ভাসিয়াছি আমি,

চলে গেছে জল-ঢেউ

স্মৃতি-মাঠ জুড়ে তামাম ফসল, 

কোথাও যায়নি কেউ 


পলি থেকে যায়,পলি তো থাকেই ,

সেখানে পুরনো ধন

সে সোনার ধানে জীবনের মানে 

খুঁজে পায় কবিমন 



অনিত্য 

কেউ আসে ...কেউ যায়,কিছু ডোবে... কিছু ভাসে

এই ভাঙা আর গড়া নিয়ে বাঁচি প্রেমে আর সন্ত্রাসে 


জীবন-মাধুরী পানে তাড়াহুড়ো করো কেন !

যেটুকু থাকার অবশেষ থাকে,এটাই নিয়ম জেনো 













****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন