বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

গোবিন্দ মোদক

 



গোবিন্দ মোদক * দুটি কবিতা












সভ্যতার অভিশাপ (১) 


কতোখানি দুঃখ পেয়ে 

একটি গাছ শুকিয়ে কাঠ হয় 

কিংবা কতোখানি গ্লানিতে 

একটি নদী শুকিয়ে আটফাটা 

তার কোনও সর্বজনগ্রাহ্য মাপকাঠি হয় না। 

তবু সভ্যতার কুঠার 

একটু একটু করে জারী রাখে 

তার নিষ্ঠুর নিধনক্রিয়া 

আর একটি গাছ তার চোখের জলে 

                            পূর্ণ করে নদী,

নদী রাগান্বিত হয়ে 

শেষ করে তার শেষবিন্দু জল

আর জীবনের প্রান্তিকবিন্দু জুড়ে কিছু কথা

অনুচ্চারিত হতে হতে ফসিলে পরিণত হয়

আর জান্তব একটা ক্ষুধা 

টগবগ করে ফুটতে থাকে প্রকৃতির জঠরে, 

বাদাবনে সাপ আর তক্ষক অপেক্ষা করে 

              আর একটা সন্ধিক্ষণের জন্য।






সভ্যতার অভিশাপ ২


তুই বিকেলটাকে আলতো করে গড়িয়ে দিলে

সন্ধ্যা নামে। অথচ তখনও তোর পায়ে 

ঘুঙুর বাঁধার প্রক্রিয়াটা শেষ হয় না, 

চোখে কাজল দেওয়া বাকি থেকে যায়,

এলোমেলো বিছানাটাও 

গোছানো হয়ে ওঠে না। 

তবু তোকে প্রস্তুত হতে হয় 

ঠোঁটরঞ্জনীর টিউব হাতে 

তুই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যাস 

অথবা আয়নাই তোর দিকে তাকিয়ে থাকে।


আয়নার চোখে পড়ে 

             তোর চোখের নীচের কালি

বুকের খাঁজে খামচানোর নিষ্ঠুর দাগ 

তোর নোলকের তিরতির কাঁপা 

             সময়টুকুর মধ্যে

ডাক এসে যায় প্রতিদিনের মতো — 

আবারও একটী নতুন লোক, 

পুরোনো বিধ্বস্ত বিছানা 

আর সময়ের খামচা-খামচি …

তোর শরীরটা পড়ে থাকে 

              কিঞ্চিত উদাসীর মতো

আর বিবর্ণ এক মুঠো জ্যোৎস্নার আলো

ফাঁক-ফোঁকড় খুঁজতে থাকে 

         তোর ঘরে ঢুকে পড়বার জন্য; 

সে জানে না যে হাড়কাটা গলিতে 

                        কোনও ছিদ্র থাকে না।






************************************************************************************************



গোবিন্দ মোদক 

কথা:- জন্ম 05-01-1967 
শিক্ষাগত  যোগ্যতা :- M.Com (C.U.)।  
পেশা :- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।

    প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ *  গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি  সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন