লিটন শব্দকর * দু'টি কবিতা
শ্যাপলা ভোর
বৃষ্টির রেখায় নিজেকে শুইয়ে রেখে ভেজা
প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছো তুমি, আমিও।
চারদিক চিবানো নরম ঘাসের গন্ধে
ম ম। ক্ষীণ হুইশেল শোনা যায়। সুন্দরের চোখ।
বৃষ্টি যাওয়ার পরেও মাটি এতো চুপচাপ।
ফুরোয় ধুলোবেলা। সমস্ত পৃথিবী
যখন একটু একটু করে ভুলছে শ্যাপলা ভোর,
স্টেশনে পড়ে
থাকে একা শুকতারা। এখান থেকেও যেতে পারে
আপ-ডাউন
অথবা ফুটতে পারে শিঙের সন্ধ্যাফুল।
মধ্যবয়ষ্ক শীত
শ্বাসের গোধুলি থেকে দীর্ঘশ্বাসের হাইওয়েতে
ঢলেছে বিরহ।
চুম্বনের গভীরে গাঢ় ঘুম, পাহারায় নিশাচর
পাখ - পাখালি।
শেষ পাতা ওল্টাও ছায়াময়!
ওরা লিখতে আসছে,
তুমি পেনের নিবে পান্থশালার ঘুম
মুছে দাও...
পালাও,
পাতার চাঁদোয়া হাতছানি দেয়।
কবিতা লেখা না হলে কোনো প্ল্যাটফর্মে পাণ্ডুলিপি
ফেলে যেও
তুমিই নিশিডাক, কুয়াশার জল থেকে দোতারায়
উঠে এসো।
উত্তুরে উঠোনের খাটো ঘরের ছোটো ভাইপোকে
সহজপাঠের
ছেঁড়া ক-খানা পাতা দিয়েছিলাম। সে এখন হরিণের রাজা
হয়েছে।
মথের তন্ত্রায় বন্য চুম্বন এঁকেছি পৌষের
ডোরবেল শুনে।
আমার শীতের প্রথম মধ্যবয়ষ্ক আদর তোমাকে দিলাম।
***************************************************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন