বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

কৌশিক বন্দ্যোপাধ্যায়




কৌশিক বন্দ্যোপাধ্যায় * দুটি কবিতা








দম্পতি

বিকেলের রোদ ছোট হয়ে এলে

পাখির বাসা ফেরার সাধ জাগে।

আপাত এই ঘটনার মধ্যে কোন পারম্পর্য না থাকলেও 

একটা কার্যকারণ সুতোয়

আটকে যায় ম্লান রোদ ও নীড়ের টান। 

মীড় ও গমকের বাঁক ওখানেই জন্ম নেয়

গানের হাত ধরে উঠে আসে কোনো দম্পতি।

নির্বাসনে থেকে পাথর চাপা অভিমানের খাঁজে 

নিরাসক্তির পোশাক পড়ে থাকা নয়।

বরং এক বুক আলো'র সাক্ষাতে

নিজেকে

ছড়াতে ছড়াতে

এগিয়ে চলা যায় প্রশস্ত উঠোন,

ফুলে ভরা বাগানের অলিন্দে।

সারাদিনের ধোঁয়া-ধুলো আর ক্লান্তি'র নিদ্রা সরিয়ে

অন্য এক জাগরণের মাটিতে

ভালবাসার ঘর বানাবে বলে ....












সরীসৃপ

ফেলে আসা শ্রাবণের চোখ বরাবর দাঁড়িয়ে পড়ি।

অথচ অবসন্নতার পাশে পড়ে থাকা

হাহাকারের ময়লাটুকু

সরানো আমাদের শপথ ছিল।

পড়ন্ত বিকেলের রোদ মুছে গেলে

চাঁদের গায়ে ফুটে উঠত গদ্যময় উঠোন

এখন অপঠিত জ্যোৎস্না সব-

বর্ষাও এসে কেঁদে চলে যায় অবিরাম;

ভরা বসন্তের সীমানা জুড়ে

উদাসীনতার বয়াম খুলে বসি।

নির্বিবাদী মন নিয়ে কিছু গোছানো সংলাপ

বাকি হিংস্রতার ফনা তুলে থাকা সরীসৃপ সময়।

আর,

পরতে পরতে জটিল রাস্তায়

খুন হয়ে পড়ে থাকা

আততায়ী'র হাতে সম্পর্কের যাবতীয়.....











********************************************************************************



কৌশিক বন্দ্যোপাধ্যায়

কৌশিক বন্দ্যোপাধ্যায়। লেখালেখির শুরু স্কুল থেকেই। প্রথম লেখা আনন্দবাজারের পাতায় । তারপর কবিসম্মেলন, উদ্বোধন,প্রসাদ সহ বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন