মানসী কবিরাজ * দুটি কবিতা
অন্বেষণ
যেসব চিলেকোঠা দুপুর পোড়াতে পোড়াতে
তীব্র হুইশেলে , ট্রেন পেরিয়ে যায়
তার নির্দিষ্ট স্টেশন ; যতই তাকে
সিগন্যাল বিষয়ক ভুল বলে দেগে দেওয়া হোক ।
আমার প্রতিটি শীতকাল জানে
‘ অত্ত শরণা ভব ‘
নিজেই হয়ে ওঠো নিজের শরণ ……
তবু
একলা কপাটে খুঁজি
বাঘবন্দি ছক । খুঁজি
জল ও কুমিরের অসমাপ্ত ধাঁধাঁ !
রাসলীলা
মনের ভিতর থেকে , টুপ করে
ভেসে এলো
চোখের তারায় । তবে কী এতদিন
পড়ে নাই মনে ! নাকি
ভান ছিল ভুলে থাকবার ।
অলাতচক্র পেরিয়ে
হাতে নিই জপের থলিটি ।
পবিত্র রুদ্রাক্ষের বীজ । ঘুরিয়ে ফিরিয়ে
ঘুরিয়ে ফিরিয়ে
একশো আট বার ।
তবুও হয় না মেঝে ধোওয়া ।
পুষ্পপাত্রে ভেসে আসে
রক্তের নোনা
ভেসে আসে
পাখার ঝাপট ....
***********************************************************************************************
মানসী কবিরাজ
জন্ম বহরমপুরে। পড়াশোনা মালদা এবং কোলকাতা মিলিয়ে মিশিয়ে। পেশায় সরকারি আধিকারিক। চাকরি সূত্রে শিলিগুড়ি এবং এখানেই স্থায়ী বসবাস।পছন্দ বই সিনেমা বাগান আড্ডা এবং ভ্রমণ। লেখালিখি বানিজ্যিক পত্রপত্রিকায় এবং লিটল ম্যাগাজিনে। প্রকাশিত কবিতার বই --পতঝড় এবং অনন্ত সাঁতারের ক্লাস।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন