তীর্থঙ্কর সুমিত * দুটি কবিতা
প্রতিদিনের অন্তরালে
উঠোনে বটের চারাটা ক্রমশঃ বেড়ে উঠছে
জল না পেয়েও নির্লজ্জের মত
ছড়িয়ে যাচ্ছে তার শেকড়
ডালপালা, পাতা ------
আমার টালির চাল জুড়ে
তার অবাধ বিচরণ
বটের ফলে কত বট,
আগামীর সভ্যতার দাঁড়িয়ে
প্রতিদিনের অন্তরালে...
স্তম্ভ
কথাগুলো সাজানো রয়েছে...
যেমন ইচ্ছে বসিয়ে নিলেই
রূপকথার অনন্ত যাত্রায় গা ভাসাবে
সমুদ্র চিন্তন এখন পাহাড়ের ইতিহাসে।
দৈনন্দিন যত মুগ্ধতা কথনের প্রাচীরে
নতুনের সন্ধান মেলাবে
বিগত ফেলে আসা অশোকের শিলালিপি
একদিন কলিঙ্গের পথে
আগামীদিন আগামীর হাত ধরে দাঁড়িয়ে থাকবে।
*********************************************************************************************
১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত পত্রিকার নাম "আহোরী" নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব, কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য ভাস্কর, স্বাধীন কলম সেনানী ইত্যাদি উপাধিতে ভূষিত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন