দেবাশিস সরখেল * দুটি কবিতা
কন্ঠ নাটক
সুন্দর আভরণ ছেড়ে দিয়ে মঞ্চ আলো করে ।
রক্ত মাখা রুমাল ঊর্ধ্বে হৃদয়ের অলি গলি পার হয় ।
বৃহন্নলার হাতে প্রাগৈতিহাসিক সাপের খোলস
তার অস্থিমজ্জা ঘাম
প্রাণীর অসহ্য আরাম দুঃখ পেতে পেতে
হেসে ওঠে , হামাগুড়ি দেয়
এই সমাবেশে।
মাঘের দুপুরে সকলেই নট নাট্য হাহাকারে
শ্রুতিময় , অনুভূতিময় ।
তুমি বলো ,কণ্ঠ নাটক ।
নীলে নীলে নীলকন্ঠ
১৮ নাটক দল তোলে হই হই রব।
ক্রমে ক্রমে উৎসবের চোখে জল ।
ছায়াপিন্ড লোলচর্ম
স্ট্যান্ডিং এভিয়েশন দেয় ।
এ মেলা , সে খেলা নয়
বারতাবৈচিত্র জলে ভাসমান ভেলা ।
রাজনীতি
খেয়ে খেয়ে স্বাস্থ্যবান যারা
মাটি ও মানুষের কান্নাও দেখি চুরি করে তারা ।
যে লাঠিতে সাপ মারে
সেই লাঠি সোনা দিয়ে বাঁধা
যতেক বিপ্লবী ভাতুয়াদল গায়ক
কায়ক্লেসে তুলিতেছে চাঁদা ।
পৃথিবীর কোন জনপদে খুব আস্তে আস্তে
ধারালো কি হচ্ছে ওই চাঁদ কাস্তে
নবান্নের দিনে খুদকুড়ো ঢের
ভিড় জমে আছে কাকেদের ।
শ্রীময় শ্রীকান্ত শ্রীজীবন শ্রীনাথ বহুরূপী
আংরাভাসা নদীটিকে খাবে ।
ঠোট ভাঙ্গা কাক নয় ক
দেখি অগ্নিবলাকা সব ঠোঁটে ধরে আছে লাল সূর্য
এইভাবে একদিন অকস্বাত গতি বদলাবে
গতি বদলাবে অকস্মাৎ ।
*********************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন