ইন্দ্রাণী সেনগুপ্ত * দুটি কবিতা
অন্য কাজলের জন্ম
কাজলের মত বিশুদ্ধ মেঘ কি আর আছে?
চোখ কাঁদলে কাজল প্রেমিকের চোখের নিচে
ছায়া হয়ে জমে থাকে
কবি সেই ছায়ায়
অন্য কাজলের জন্ম দেয়
ঠাম্মাদের সেই যে সারা রাত ধরে কাজল পাতা
দু ' চোখের দৃষ্টি মধুর করে তোলা
কবি সেই কাজললতা খুঁজে ফেরেন
কোথায় পাবেন সেই পুরোনো মনের কোণে
জমে থাকা আঁধার পরখ করার মেঘমন্ত্র
ঠাম্মারা নেই, চোখকে আঁকার জন্য
ছায়া জমিয়ে রাখার সুচারু পাত্রটি হারিয়ে গেছে
কবি শুধু জানেন
এমন বিশুদ্ধ কালো মেঘ
দু ' চোখে একবার আঁকা হলে
দৃষ্টিলতা আয়ু নিয়ে শুধু প্রসারিত হয়
সে মুগ্ধ চাহনি, সে অপলক নীরবতা
হাজার বছর প্রেমিকের ঝুলিতে ভরা থাকে
শুধু ভরা থাকে ..........
আনন্দের রঙ
একটা আনন্দ আমার চারপাশে ঘুরছে
আমি দেখছি আনন্দের রঙ কীরকম
এই রঙ উপভোগের জন্য নয়
যেভাবে মাটি দিয়ে নির্মিত
প্রতিমার চোখ আঁকা হয়.......
আমার বাইরের দুটি চোখ
আঁকা হয়েছে আমার জন্ম মুহূর্তে
তৃতীয় চোখ তো আঁকা হয় নি,
আমি সেই তৃতীয় চোখ আঁকার জন্য
তুলি ধরেছি আঙুলে
দশ দিকের অধিপতি সব অপেক্ষায়
আমি উপভোগের পৃথিবী ছেড়ে চলেছি
কলি যুগের ভয়ংকর উপভোগ
পথে দেখা হলেই অন্য পথ বলে
উপভোগ করো,
ভ্রমণে অন্য দেশে, অন্য রঙ এ
নিজে মিশে যেতে যেতে
আমি তৃতীয় চোখ আঁকতে থাকি
কেউ বা আবার কানের কাছে এসে
মাছির মত আওয়াজ ক'রে
উপভোগ করো .......
ভোগ আর উপভোগের দেয়াল ভেঙ্গে ভেঙ্গে
নিজেই নিজের তৃতীয় নয়ন খুলে
অপরূপকে দেখে আশ্চর্য হতে থাকি
স্থূল চোখদুটি বন্ধ হয়ে আসছে এখন
আমি মিশে যাচ্ছি আনন্দের রঙে............
************************************************************************************************







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন