কবি কিশলয় গুপ্ত-এর একটি কবিতা
বাঁচতে বড় ইচ্ছে করে
বাঁচতে বড় ইচ্ছে করে
এই যে ভেজা মেঘের মত
শান্ত নদীর বেগের মত
শিরশিরে সেই হাওয়ার মত
সরল আসা যাওয়ার মত
কিম্বা সুখে খাওয়ার মত
বুকের গভীর টানের মত
সুরের মত- গানের মত
(গানের তালে) নাচতে বড় ইচ্ছে করে
বাঁচতে বড় ইচ্ছে করে
দুই পা জানে ভিনপাড়াতে
ইচ্ছে সহ হাত বাড়াতে
ঝরা কিছু ফুল মাড়াতে
ভুল মাড়াতে- কূল মাড়াতে
এবং সীমা আঁক ছাড়াতে
সৃজন কালের জল ধারাতে
পোকায় কাটে শিরদাঁড়াতে
(দেখলে আঁধার) কাচতে বড় ইচ্ছে করে
তার কী হবে?
কিশলয় গুপ্ত
জন্ম-১৩ ই আগস্ট ১৯৮১
বাসস্থান- পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমান জেলা
শখ- বই পড়া, গান শোনা, নতুন দেশ দেখা
কাব্যগ্রন্থ
১- নির্বাসিত একা (২০০৭)
২- কিশলয়ের একদিন (২০১৪)
৩- বিসমিল্লাহ, হস্তমৈথুন কালে (২০২১)
৪- খেলব না যাও আড়ি (২০২১)
৫- হে ঈশ্বর কুশল তো? (২০২১)
৬- মখমল স্বপ্নে ওড়া তুই (২০২১)
উপন্যাস
১- হরি পাত্রের জন্মছক (২০২০)
২- হরি পাত্র এবং উহানের অভিশাপ (২০২১)
লেখকের যোগাযোগ- kishalayagupta06@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন