কবি কল্যাণ দে-এর দুটি কবিতা
মোহিনী মায়া
গড্ডলিকা প্রবাহের স্রোত টেনে নেয়
সহজাত ভালোবাসা
সৃষ্টির সৃজনশীল মন
পাহাড়ের মেঘ ভাঙা বৃষ্টির কৃষ্টি মাখা শব্দ শাসন
অন্যমন অনাবশ্যকতার শেকল ছিঁড়ে
ভাসিয়ে নিয়ে চলেছে ঘর গৃহস্থালি সবজি ভান্ডার
গড্ডলিকার প্রবাহ দুস্তর হলেও
মিষ্টি রোদের আলপনা খুঁজে নেয় কোজাগরি
রাতের মোহিনী মায়ায়
তুমি ছুঁয়ে দিলে
তুমি ছুঁয়ে দিলে হৃদয়ে সেতার বাজে
শরীরে বাজে পুজো পরিক্রমা ঢাকের বাজনা
খাজনা তুলতে গিয়ে আঙুল ফোলে কলাগাছ
সন্ধের পর পাড়া ঘিরে ভূতেদের অগোছালো নাচ
কাচ ফেটে কপাল কাটে
বড়লোককে কাটে
রাঘব বোয়াল মাছ
তুমি ছুঁয়ে দিলে পৃথিবী উন্মনা
উল্লসিত হয় গাঙ্গেয় সমাজ!
**********************************************************
তরাই-এর বুক ছুঁয়ে (১৯৭৭)
ক্রৌঞ্চী (১৯৯০)
কল্যাণ দের কবিতা (২০০০)
বৃষ্টির প্রত্যাশায় (২০১০)
উত্তরের আয়নায় আমি (১৪২৩)
৯০-এর ছড়া (১৯৯০)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন