মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

নিয়াজুল হক




কবি নিয়াজুল হক-এর দুটি কবিতা 


সূর্যোদয় 

 

একদিন ইংরেজি 

' ডিকনস্ট্রাকশন ' শব্দটা 


থানইটের মতো ছুটে এল 


পাঁজর ফাটিয়ে দেবার উপক্রম 


ভাবলাম সব 

ভেঙে ফেলতে হবে 


গড়ার কথাটা 

মাথাতেই এল না 


একদিন সে আমাকে গ্রাস করে নিয়ে 

ভেতরে ঢুকিয়ে নিল 


তারপর একদিন 

ধ্বংসস্তূপের ভেতর থেকেই  সূর্য উঠল



ব্যাঙ্ক ব্যালেন্স 


আগুনে হাত দিয়ো না 

হাত পুড়ে যাবে 


প্রথমে ভাষণ, 

তারপর শ্লোগান হয়ে গেল 


তারপর 

হাওয়াই চপ্পল থেকে 

দামি কোম্পানির জুতো 


সব শেষে ব্যক্তিগত সম্পত্তি 


তারপর আগুন থেকেই 

জামা প্যান্ট মোজা শ্যাম্পু 


অথবা শৌখিন লাইটার 


তারপর এক শতাব্দীর 

ব্লিস অফ সলিচুড 


সমস্ত আগুন 

ইনডাকশন ওভেনের ভেতর 

ব্যাঙ্ক ব্যালেন্সের মতো ঢুকে পড়ল


*************************************



নিয়াজুল হক 

বাংলা কবিতার কাব্যাকাশে নিয়াজুল হক একটি পরিচিত নাম । আপাত সহজ উপস্থাপনার মধ্যে তাঁর কবিতায় লুকিয়ে থাকে গভীর তাৎপর্য । সমাজ সচেতন এই কবির কলম বোধ ও মেধার শানিত ফলকে বিদ্ধ করে পাঠকের ভাবনার জগৎ ।

সম্প্রতি প্রকাশিত কবির একটি বই 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন