কবি উৎপলেন্দু পাল-এর দুটি কবিতা
সম্পর্ক
তুমি আর আমি
যেন বিপ্রতীপ কোণ
সম্পূরক হয়নি কখনোই ,
দীর্ঘ মন্থন শেষে
অমৃত হারিয়ে গিয়ে
হাতে এখন একপাত্র বিষ ,
আলোর রেখাগুলো
এক চুমুকে গিলে নেয়
একচোখ বেজন্মা অন্ধকার ,
হোঁচট সামলাতে গিয়ে
পঁচা ডোবায় আছড়ে পড়ি
বাতাসে ভাসে তোমার অট্টহাস ,
জীবন চিনিয়ে দেয়
সরল ও ব্যস্ত ভেদের সূত্র
হারিয়ে যায় সমীকরণের বীজ ,
বাস্তব সংখ্যা খুঁজতে
তোমাকে ঘেঁটেছি কতো
পেন্সিলের ডগায় শুধুই শূন্যতা ।
বাইয়া যাও রে
মাস্তুল ভাঙা কবিতার নায়ে
আমার 'আদার ব্যাপারী'র সমুদ্রে অভিযান
গুটিয়ে থাকা পালে ব্যর্থতার গুমোট বাতাস
নড়বড়ে হাল কখনো কখনো পানিও পায়না
তবুও দাঁড় টেনে যাই অদম্য মরিয়া অভ্যাসে ।
বুকের ভেতরে গুনগুন ,
" মন মাঝি রে তোর খেওয়াতে তুই
দিলি রে পাল তুইলে
যাবি রে ভেইসে ,
কে জানে কোন কূলে ..."
ভাঙা তবুও মন পবনের নাউ
ডানা ভাঙা পঙ্খীরাজের মতো শুধু হাঁপড়ায়
পাঁজরে যতোই বাড়ুক অনুকূল হাওয়ার জোর
প্রতিকূল স্রোতে তার শুধুই ক্রমবর্ধমান পিছুটান
তবুও হাল ধরে আছি সাগর লঙ্ঘনের আশায় ।
কন্ঠে সুর তুলে ,
" বাইয়া যাও রে ...
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙ্গা নাউ রে মাঝি
বাইয়া যাও রে ... "
*******************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন