মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

বহ্নি শিখা (ঊষা দত্ত)



কবি বহ্নি শিখা (ঊষা দত্ত)-র দুটি কবিতা 


নাই বা,হলো


ঘুমিয়ে পড়,নিভে গেছে,রাতের আলো,।

নেমেছে জোনাকির ঝাঁক,

সাগরের মুখ গহ্বর থেকে ছোঁয়ে যাক-

জিভের ডগায় রুপোলী বালুকা বেলা , 

ঢেউয়ে ঢেউয়েই পেরিয়ে যাক,যাবতীয় ঝঞ্জাল,

দিনের ঘর্মাক্ত কলেবর হতে বাষ্প,

মিলিয়ে  যাক দিগন্তে,না বলা কথারা, 

না-ই-বা হলো শব্দের বর্ণের মিলন। 

না হোক ধোঁয়ার কুন্ডলীর মতো উর্ধগামী স্বপ্ন, 

অনুভবে সতেজ  শিরাগুলো  টান টান, 

নিভৃত রাত্রির গায়ে জ্বলে থাকুক 

স্বর্ণালী তারাদের অহংকার। 



জ্যান্ত লাশ ঘর


অবশেষে নীলাকাশটা ধুসর শূন্যতা নিয়ে সাগরের সাদা বুক--

খা খা রোদ্দুরে মিশে গিয়ে  দিগন্তে 

ফসল শূন্য এক উদাসী বক, 

নিভে যাওয়া সূর্যের আকাশ ফ্যাকাসে শরীরে চুপ করে একা,  

সব বিরহভার বয়ে যেনো তার জীবনপাটের সরব নিস্তব্ধতা,

নিঃসঙ্গতার অলীক আলোর জোনাক সাধনায় ব্যস্ত থেকে--

ঘটো'পরে মা আমার শ্বেতপদ্মের মতো বসে থাকে সারাদিনই,

জীবনের লাশঘরে ফাকুন্দা পড়া কষ্ট  নিয়ে।


****************************



বহ্নি শিখা (ঊষা দত্ত)

ছোট্ট বেলাথেকেই টুকটাক লেখার অভ্যাস।

কাব্যগ্রন্থ দু'টি ১) একচিলতে আকাশ 
২) পায়ে পায়ে প্রেম 
গল্পগ্রন্থ একটি ৩) পঁয়ষট্টির ঘোর। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন