মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

অনুবাদ কবিতা * নীল কমল






অনুবাদ কবিতা


মূল হিন্দি ভাষা থেকে বাংলা অনুবাদ: নীল কমল


1.










গজানন মাধব মুক্তিবোধ 


উদ্বিগ্ন চিল


উদ্বিগ্ন চিল

তার মতই আমি পর্যটনশীল 

তৃষ্ণার্ত হয়ে দেখতে থাকব 

আলোময় এক ঝিল 

নাকি জলের নামে নিছক ভাঁওতা

যার সাদা রঙের ঝলসানিতে 

আছে অদ্ভুত ফাঁকা এক অস্বীকার । 


2.











              রঘুবীর সহায়



আপনার হাসি 


এটা নির্ধন জনতার শোষণ

বলে আপনি হেসে ফেললেন 

এটা গণতন্ত্রের শেষ লগ্ন

বলে আপনি হেসে ফেললেন 

সর্বত্র আছে চরম দুর্নীতি 

বলে আপনি হেসে ফেললেন 

চতুর্দিক বড় অসহায়তা 

বলে আপনি হেসে ফেললেন 

আপনি মহাশয় কতটা নিরাপদ 

ভাবতে লাগলাম যখন আমি 

হঠাৎ ই আমায় একা পেয়ে

আবার আপনি হেসে ফেললেন । 


3.



  








                           গোরখ পান্ডেয়


ওদের ভয় 


ওরা ভয় পায় 

কিসের ভয় পায় ওরা 

সমস্ত রকম পয়সা কড়ি 

বোমা বারুদ পুলিশ মিলিটারি থাকা সত্বেও 


ওরা ভয় পায়

একদিন এই নিরস্ত্র গরিব মানুষগুলি 

বন্দ করে দেবে ওদের কাছে ভয় পাওয়াটাকে । 


4.








      



                     বিনোদ কুমার শুক্ল



হতাশায় একটি লোক বসে পড়েছিল 


হতাশায় একটি লোক বসে পড়েছিল

লোকটিকে আমি চিনতাম না 

চিনতাম হতাশা কে 

তাই আমি সে লোকটির কাছে গিয়ে পৌঁছলাম 


আমি হাত বাড়িয়ে দিলাম 

আমার হাত ধরে লোকটি উঠে দাঁড়াল 

সে আমাকে চিনত না 

আমার হাত বাড়ানোটাকে চিনত 


আমরা দুজনে একসাথে পথ হাঁটলাম

আমরা দুজনে একে অন্যকে চিনতাম না 

আমরা একসাথে পথ চলাটাকে চিনতাম ।


5.









                       রাজেশ সকলানী



হাসিমুখ


খোলা আকাশের তলায় কতটা স্বাধীন আমি

এক্কেবারে পারদর্শী আমার জীবনটা 

লুকোতে হয়নি আমায় কখনও 


এমন মসৃণ ভাবে কেটে যায় সময়

নেই কোনো শত্রু আমার খোঁজে 


লোকে বলে হাসিমুখ আমাকে দেখতে

হাত্যাকারীরাও মুচকি হাসে যখন তাকায় আমার 

দিকে ।




                                                        নীল কমল

হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই কবি নীল কমল সমান সাবলীল । দীর্ঘদিন কবিতা লিখছেন দুই ভাষাতেই । তাঁর অনুবাদে আমরা সমকালীন হিন্দি কবিতার সঙ্গে পরিচিত হতে পারি ।


কবি নীল কমলের প্রকাশিত কাব্যগ্রন্থ:


1. Haath Sundar Lagtey Hain (Hindi): 2010 - collection of poems.

2. Yah Pedon Ke Kapde Badalney Ka Samay Hai (Hindi): 2014 - collection of poems.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন