কবি কুতুব উদ্দিন মন্ডল-এর দুটি কবিতা
যে নদী পার হচ্ছে
যে নদী পার হচ্ছে
তার আকাশ জুড়ে
অসংখ্য পাখি
গান করে রোদেলা উঠানে
নীলাভ মৃদু ডানা দিয়ে আঁকে
সেই সব আলো
যেখানে অনায়াসে মুছে যায় রাত্রী।
যে নদী পার হচ্ছে
সে অগ্নি মুক্ত হতে পারে...
যে নদী পার হচ্ছে, তার
প্রতিদিন একটা দিন আসে
প্রতিদিন একটা রাত আসে।
আশ্রয় নিয়েছে
তোমরা যেতে পার
আমার যাওয়াটা কেবল ঝুলে আছে
আশ্রয় নিয়েছে পাতায়
আমাকে টেনে নিচ্ছে, পড়ে নিচ্ছে হয়তো
আমি এড়িয়ে যাচ্ছি
অথচ সে গন্ধখুঁজে নিচ্ছে প্রতিটি প্রদক্ষেপে
এখন নিকষ অন্ধকার পেলে
আধুনিক হয়ে উঠবে
নেশাগ্রস্থ চাঁদের মতো
আমার অপ্রকাশিত ভাষা
ঈগল পাখির মতো খোঁজে
মায়াবী কাশবন
নদীর চলার পথ
সমুদ্রের উত্তাল ঢেউ
তোমরা যেতে পার
আমার যাওয়াটা কেবল ঝুলে আছে।
********************************************
কুতুব উদ্দিন মন্ডল
উত্তর দেরিয়াপুর সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন কবি কুতুব উদ্দিন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখেন। এখনো কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন