এক একটা শান্ত দিন
অরুণ মিত্র
এক একটা শান্ত দিন নিয়ে বিভোর হই
তাঁকে মৃত নদী দিয়ে ঘিরে রাখি
কুয়াশায় মুড়ে রাখি
ভোর ভোর আলো কিংবা গোধূলির গভীরে নিয়ে যাই
আমার জানাশোনা মানুষেরা স্থিমিত হয়ে হয়ে নিবে যায়
তাদের কথাগুলো হিম হয়ে থাকে
হিম শীতের রোদ আর ছায়া
কোন জলের শব্দ
নিস্তব্ধ মাঠ
মনের কপাট খুলে এইসব সংগ্রহ করি।
রাশি রাশি পাতায় আমার উঠোন ঢেকে যায়
রাশি রাশি ঘুম যেন ভর দেয়
সমস্ত চিন্তার উপর
পৃথিবী এক ছবি হয়ে থাকে চোখে
অপলকে তাকে দেখি যতক্ষণ পারা যায়
শুধু বুকের ঢিপঢিপটুকু
তাকে পুষে যেন বেঁচে থাকি ঘুমন্ত শিশুর মতো
আর সব দূর পাখি
শীতের দিন ফেলে উষ্ণ আকাশের দিকে চলে গেল
তারা কি যেন বলে গেল
আহা আমার নিভৃত প্রাণ আমার গুঞ্জন আমার মুগ্ধ বিশ্বাস।
সন্ধ্যা নেমে এলে খেলাঘরে বাতি নেই
তখন হৃদয় জ্বালাতে ইচ্ছে করে মোমের মতো
শত সহস্র সন্ধ্যার ভিতরে এক নিবন্ত শিখা
তার চারিপাশে আদ্দিকালের গল্প
যার দিকে দিকে মনের আগ্রহ
আস্তে আস্তে গলে গলে ঘুম হয়ে যায়।
এক একটা দিন এমন
সমস্ত তারের ঝনঝন যেন এক দীর্ঘ স্থির রেখা
সমস্ত বিক্ষোভ এক সুপ্ত আগ্নেয়গিরি
সমস্ত অশ্রু জমাট তুষার।।
*********************************************
নিজের সৃষ্টি সম্পর্কে অরুন মিত্র
সৌজন্য-- শতদল মিত্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন