মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

অভিনন্দন মাইতি

 



কবি অভিনন্দন মাইতি-র দুটি কবিতা 


লাশ


নির্মল নীলাকাশে রক্তবৃষ্টি!

নির্মল নীলাকাশে রক্তবৃষ্টি!


সাজানো মালঞ্চে  রুয়ে দেয় ঘৃণাবীজ!

প্রেমের আতরে  মাখিয়ে রাখে সেঁকোবিষ!


 ওখানে কে ?

                     উত্তর নেই।

সরে গেল ছায়া...


কাটা স্তন---ছেঁড়া জরায়ু---আদা ছেঁচা অগনন শির।


কাদের?

             উত্তর নেই।


দাঙ্গাক্ষেত্রে লাশ গুনছে আমারই লাশ!



স্বেদলিপি


হারাবার মতো যখন কিছুই  নেই বাকি

নতুন করে হারাব তবে কী?


ব‍্যাঙের মতো কোটর নেই একটাও

যে সূঁচ শীতকে বধ করব।


জঠরে টানা চাবুক মারছে দানব।

 চাল-আঁকড়া অমিল।


ব‍্যথানীল আকাশ ছাতিম গাছ হয়ে নেবে এসেছে,

বাড়িয়েছে  হাত লাল মেঘ।

ঝলসে উঠছে বিদ‍্যুৎ তরবারি।

                

হিসেব খাতায় গরমিল;

খরচের ঘরে ঘামবর্ণমালা,

অথচ স্বেদের সুদঘর মোছা!

                 গুছিয়ে নিল কারা?


ঘামের হিস‍্যা'র হিসেব হবে এবার।


****************************************



অভিনন্দন মাইতি


গ্রাম-সলাগেড়িয়া
পোস্ট -লুটুনিয়া
থানা-সবং
জেলা-পশ্চিম মেদিনীপুর
পেশা-বেসিক কলেজের অতিথি শিক্ষক 
বিভিন্ন পত্রিকায় লেখেন , এখনো 
নিজের কোনো কাব‍্যগ্রন্থ নেই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন