মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

প্রভাত ভট্টাচার্য




কবি প্রভাত ভট্টাচার্য-এর দুটি কবিতা 


 দুর্গপ্রাচীর 


আমরা প্রত্যেকে বাস করি 

এক সুরক্ষিত দুর্গের ভেতরে, 

সেই দুর্গের দুর্ভেদ্য প্রাচীর গড়ে

আমাদেরই প্রিয়জনেরা,

খুব কাছের মানুষেরা। 

এই প্রাচীর আমাদের সম্পদ, 

তাই যে কোনো মূল্যে 



রক্ষা করতে হবে একে। 

প্রাচীরের সকলেই জেনো

থেকে যায় চিরকাল -


যেন এক চিরস্থায়ী বন্দোবস্ত ।

আসলে আমরা সবাই আছি 

সেই সুরক্ষিত দুর্গের অভ্যন্তরে, 

যাকে বেষ্টন করে আছে 

অটুট দুর্গপ্রাচীর  ।



আলোর ছোঁয়া


আলোর বুদবুদ বেরিয়ে এলো 

কৃষ্ণগহ্বরের মাঝখান থেকে-

এ আলো আশার আলো,

তোমার আমার মনের অন্দরে

প্রবেশ করে সৃষ্টি করে

খুশির ঘূর্ণাবর্ত।

শুধু আলো শুধুই আলো

অশুভ  যতকিছু সব

ভেসে যায় খড়কুটোর মতো;

ফোটনকণার জাদু কাঠের ছোঁয়ায় 

হাসি ফুটে ওঠে বিষাদ মুখর যত

ছায়া মানবের মুখে।

আকাশে আজ নতুন মায়াসূর্য।


****************************************************



প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর একটি গ্রন্থ --- 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন