মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

মালা ঘোষ মিত্র





কবি মালা ঘোষ মিত্র-এর দুটি কবিতা 


সম্পূর্ণ হলে 


সম্পর্ক, উষ্ণতা, সময়

উচ্ছ্বাস ডিলিট করি

একে একে সব -------

সকালের সব গল্পগুলো

রাতে এসে ভুলে যায়

ছাপ রেখে যায় অজানা বৃত্তে।

সময়ের পদচিহ্ন -----

বরফের নিচে জমে যায়।

প্রত্মতাত্ত্বিকের মতো খুঁড়ে খু্ঁড়ে

দেখি -----

বক্ষ থেকে নাভি ------

ক্রমশ নিম্নগামী।

ছুঁয়ে দেখো, সংকেত ছড়ানো- ছেটানো

কতটা সরেছে মহাদেশীয় প্লেট।

নৈবেদ্যে থাকে এক মুগ্ধতা

তখন নিজেকে সম্পূর্ণ মনে হয়।



বীজ বুনি 


তোমার হাতের স্পর্শে

বিষন্ন রাতের তন্তু জাল কেটে যায়

ব্রহ্ম মুহূর্তে আলোর পাখিরা গেয়ে ওঠে

সুখদুঃখের কল্পিত প্রান্তরেখাদের ভুলিয়ে দেয়

শব্দেরও জাদুদন্ড আছে।

মায়াময় গভীর নিস্তব্ধতা

স্তব্ধতাও স্পন্দন থাকে

রাতের খসেপড়া  তারাটা  নিঃসঙ্গ!

সবকিছু গলে যাচ্ছে  বিষের হলকায় -------

অথচ এক অবিশ্বাস্য জরায়ু অদাহ্য

জরায়ুতে কি থাকে বীজ না অক্ষর

বাদল নামে যখন তখন আত্মছন্দ শুনি

প্রার্থনা ও পথের শেষে

ধ্বনিত হয় সহস্র সূর্যের আগুন।




মালা ঘোষ মিত্র


 কোড়ার বাগান বনগ্রাম, উওর ২৪ পরগণা
থেকে লিখছেন 
পিতা- কালীপদ ঘোষ  মাতা- মায়া রাণী ঘোষ।
জন্মস্থান--বনগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা----- বাংলায় অনার্স, এম.এ,
বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)
দেশে বিদেশে প্রচুর লেখা
প্রকাশিত হয়েছে,
নিজ কবিতা লিখতে, কবিতা পড়তে ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন