মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

দেবাশিস




 

 

কবি দেবাশিস-এর দুটি কবিতা 


ধৃতরাষ্ট্র 


শথপতি বাবু এখন সত্তর।


ঘুম ভাঙ্গা প্রথম সকালে

ব্যাগ হাতে এখনও বাজারে যান

               বলিষ্ঠ হাঁটেন তিনি টানটান।

পথ চলতি জনা দশেক

স্বাস্থ্য নিয়ে গল্প জোড়ে বারবার

       খাতির ক'রে খোঁজ করে বরদা'র।


বরদা সবার ভরসা মহল যেন।


সূর্যাস্তের ভাঙা আলোয়

ঘুম জড়ানো একাকী ধুলো পথে

       প্রতাপ মেশে তৃতীয় বংশের হাতে।

ছায়া জমে রাত নামে

কোলাহল ক্রমে ফিকে হয়-

      পিতামহ বটগাছ স্বয়ং জানেন নিশ্চয়।


শথপতিরা দুর্জয়। তবুও একলা হয় কেন?



ডুবুরি 


আঁচল নেমে বেয়ে আসে

উড়ন্ত নায়াগ্রার ভেঙে যাওয়া জলকণা,

ছাইরঙা ফুলছাপের আড়ালে

সেদিন দেখেছিলাম এক অগভীর গিরিখাত।

তুমি হেসেছিলে খুব-

আল্পসের অলস বিকেলবেলায়;


এরপর জোছনা এলো;

এলোমেলো চুলে ঝড় উঠেছিল 

                                     কিলিমাঞ্জোরের দেশে

আরব্য রজনী অবশেষে;

 

হিমালয় সেদিন নীলাভ হিমবাহ দেখেছিল।


গ্র্যান্ড ক্যানিয়নের উপত্যকায়,

দামামা বেজেছিল ক্কেকা ধ্বনিতে।


তারপর যখন বৃষ্টি এলো

ঘুম জড়ানো হলুদ আলোয় সাতসকালে,

ব্ল্যাক ফরেস্টে হারিয়ে যাওয়া

                          রোদের অভিমানগুলো-

প্রোষিতভর্তিকা, প্রেয়সি আমার চোখে দেখেছিলে

মারিয়ানা খাতের দুঃসাহসিক ডুবুরি।



দেবাশিস 


'নিজের কথা'য় জানাচ্ছেন দেবাশিস 
-----------------
পেশাঃ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা।
শখঃ ফটোগ্রাফি, ছাদ বাগান, ঘোরাঘুরি।
নেশাঃ লেখালেখি, ধূমপান। 
বয়সঃ তেতাল্লিশ।
বাকিটাঃ সাধারণ, মধ্যবিত্ত, গেঁয়ো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন