মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

সন্দীপন গঙ্গোপাধ্যায়

 



 
কবি সন্দীপন গঙ্গোপাধ্যায়-এর দুটি কবিতা  


আমি ও সে /১ 


ভালোবাসার ছোঁয়া পেলে 

চাঁদও রঙ পাল্টায় । 


জ্যোৎস্না খুলে ফেলে আঁচল 

নিরাভরণ শরীর থেকে 

বের হয় আলোর দ্যুতি । 


মেঘেরা লজ্জা পায়। 

বাতাসের কথায় সম্মতি দিয়ে 

মাথা দোলায় ধানগাছ । 


তুমি জানো সব। 


আমার ঘরের ফুটো চাল দিয়ে 

চাঁদ আসে বিছানায়, 

সহবাস দীর্ঘ প্রতিক্ষায় । 



আমি ও সে / ২ 


সিঁড়ি দিয়ে উঠে আসে 

যোনিহীন প্রেত । 


তাকে দরজার বাইরে দাঁড় করিয়ে শোনাই 

অতীতের প্রস্তাবনা। ভুলে যাওয়া প্রতিশ্রুতি। 

ফিরে আসার কথা । 


এই ঘর তো ছিল  

জানালা ছিল পর্দাহীন। 

পরিপাটি বিছানা। দেয়ালে 

টাঙানো সময়। ক্যালেন্ডার। 

টেবিল ছিল। টেবিলের উপর 

জলের গ্লাস। আর আলমারি ভর্তি সুখ। 


সব ভুলে গেলে হবে? 

সাদা কাগজে লেখা চিঠি 

বিবর্নতায় হলুদ। গন্ধহীন । 


চৌকাঠ পেরোলে সবাই কি 

সবকিছু ভুলে যায় !! 


****************************************



সন্দীপন গঙ্গোপাধ্যায় 

১৯৮৫ সাল থেকে লেখালেখি শুরু। বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখে থাকেন । দৈনিক বসুমতী, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল -এ একসময় নিয়মিত লেখা প্রকাশ হত। শুকতারায় গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। এখন স্থানীয় পত্র পত্রিকায় লিখে থাকেন ।


1 টি মন্তব্য: