কবি পঙ্কজ মান্না-র দুটি কবিতা
জীবনবাদ
কাজ বলতে জান নিড়ানি শাওন ভাদর মাস
পিঠের উপর রোদ বসেছে বোধের গরম শ্বাস
ভুলগুলো সব পাথর যেন হোঁচট খেয়ে পড়ি
মৃত্যু যখন সাবাশ বলে জীবন-মাঁচায় চড়ি
লোকে কত-ই বলছে কথা প্রলাপে সংলাপে
বিষাদ হঠাৎ ঠুকরে দিলে জীবন পড়ে চাপে
আমার এখন গুরুর দশা এসো না কেউ কাছে
মরার পরেও জীবনবাদী স্পর্শগুলো নাচে
কাজ বলতে শ্বাস নিড়ানি অতুল জীবন চাষ
পিঠের উপর দুখ বসেছে ফুল্ল বারোম
দুইয়ের পিঠে দুই
দাঁড়িয়ে ছিলাম যেমন থাকে সবাই
ভাবতেছিলাম নৌকো-জীবন ছুঁই
বুকের ভেতর পদ্মানদীর মাঝি
ভাওয়াইয়া ফোটায় যেন সুঁই
ভাবতেছিলাম মাছরাঙা বক যদি
মৎস্য ভেবে আমায় খুঁটে খায়
বুকের ভেতর রাত জাগা ইচ্ছেরা
সুষুম্নাতে গঙ্গা ছুটে যায়
তোমার গানে ভাসতে চেয়ে ঘাটে
দেখি,পৃথ্বিভূমে জীবন ডোবে ভাসে
দুইয়ের পিঠে দুই জুড়েছি যত
যোগফলে সেই শূন্য উঠে আসে
*************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন