মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

পঙ্কজ মান্না





কবি পঙ্কজ মান্না-র দুটি কবিতা 

 

জীবনবাদ


কাজ বলতে জান নিড়ানি শাওন ভাদর মাস

পিঠের উপর রোদ বসেছে বোধের গরম শ্বাস


ভুলগুলো সব পাথর যেন হোঁচট খেয়ে পড়ি

মৃত্যু যখন সাবাশ বলে জীবন-মাঁচায় চড়ি


লোকে কত-ই বলছে কথা প্রলাপে সংলাপে

বিষাদ হঠাৎ ঠুকরে দিলে জীবন পড়ে চাপে


আমার এখন গুরুর দশা এসো না কেউ কাছে

মরার পরেও জীবনবাদী স্পর্শগুলো নাচে


কাজ বলতে শ্বাস নিড়ানি অতুল জীবন চাষ

পিঠের উপর দুখ বসেছে ফুল্ল বারোম



দুইয়ের পিঠে দুই  


দাঁড়িয়ে ছিলাম যেমন থাকে সবাই

ভাবতেছিলাম নৌকো-জীবন ছুঁই

বুকের ভেতর পদ্মানদীর মাঝি

ভাওয়াইয়া ফোটায় যেন সুঁই


ভাবতেছিলাম মাছরাঙা বক যদি

মৎস্য ভেবে আমায় খুঁটে খায়

বুকের ভেতর রাত জাগা ইচ্ছেরা

সুষুম্নাতে গঙ্গা ছুটে যায়


তোমার গানে ভাসতে চেয়ে ঘাটে

দেখি,পৃথ্বিভূমে জীবন ডোবে ভাসে

দুইয়ের পিঠে দুই জুড়েছি যত

যোগফলে সেই শূন্য উঠে আসে


*************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন