কবি দেবনাথ বসু-র দুটি কবিতা
অন্ধকার মানুষীর জন্য
গোধূলি পাখির ডানা
দুই চার তিরিশ পঞ্চাশ
অন্ধকার পেরিয়ে এঁকে বেঁকে
আকাশ মহাকাশ নক্ষত্রের দিকে;
তারপর আলো জ্বলে ওঠে
শহরের রাস্তায়।
খাঁচাগুলো জানলা খোলে
আলো চুঁইয়ে পড়ে
অন্ধকার মানুষীর গায়ে।
শিশুটা কাঁদে
কাশিটা রাত্রে আরও বাড়ে
আরও জোরে ডাকে রাস্তার কুকুর।
অনিচ্ছার অভ্যাস
সংকোচ কাটে না আজও।
আকাশে চাঁদ ওঠে তারা ফোটে
তবু সব আলো শুষে নেয়
নিয়ন বাতির কালো আলো।
একটা প্রদীপ জ্বেলো
অন্ধকার মানুষীর জন্য।
তারারা ও আমি
সন্ধ্যা চলে গেলে
তারাগুলো নেমে আসে আমার ছাতে
টুপুস টুপুস
ওরা গল্প করে, হৈ হৈ করে
সবাই সবাইকে চেনে, তা নয়
নিজেরা পরিচয় করে নেয়
কী মজা!
চাঁদ আসে - রূপোলী চাঁদ। গল্প বলে
রূপকথার গল্প, পরীদের গল্প
আকাশের গল্প, মহাকাশের গল্প।
ওদের আমি দেখাই,
ঔ যে প্রদীপ শিখাটি চলেছে
আকাশ থেকে মহাকাশের দিকে
ওকে তোমরা চেনো?
ও সুধা।
আমি যেদিন মহাকাশের পথে যাবো
দেখো,
ওর সাথে
একবার নিশ্চয় দেখা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন