মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

রামকৃষ্ণ মাহাতো

 


কবি রামকৃষ্ণ মাহাতো-র দুটি কবিতা 


পাথর 


তারপরে 

তলপেট চিরে মহাসাগর খড়িমাটির প্রেম পড়ে 

পিদিম জ্বেলে দেবদূত আসে 

গুটিকয়েক কালো সাপের

মাথায় 

জলযানের অর্ঘ্য ,


হা-ভাতা এই সংসারে এক অঞ্জলি আকাশ ওঠা নামা করে

পিঁপড়ের মতো ।



যা অজানা 


চারধাম পরিক্রম করেছি ।


দোপাটি চারার কবি হয়ে ওঠা বা

মাটির গন্ধ কীভাবে মানুষের মাথা কেড়ে খেল 

সব অজানা ! 


ঠিক তোমার আর আমার মতো ।।


*******************************************



রামকৃষ্ণ মাহাতো

 পুরুলিয়া জেলার বাসিন্দা । ছৌ ঝুমুরের সাথে গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস নিয়েই বেঁচে থাকার কথা ভাবেন রামকৃষ্ণ মাহাতো  ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন