কবি মৃন্ময় মাজী-র দুটি কবিতা
আকাশে জলযান
আমিতো ঝিল নই ঝিলের বক নই
তবুও চারপাক ক্ষিদেরা নিশ্বাস
ছুটেছি অহরহ পেটেতে প্রত্যহ
তুমিতো দিনরাত পিটছ নিজ ঢাক।
এলরে উচ্ছাস ক্ষিদেরা উড়ে যায়
পাঁকেতে পাক পাক মেলেনা নিজ বাঁক
সেইতো চারদিক দেখেছি যত লাল
চোখের বেড়াজাল বেড়ালে মাছ খাক।
আশারা জেগে থাক শাখায় ফোটে ফুল
ঢাকিরে বাজা ঢাক চেতনা ফিরে পাক
যেভাবে অম্বল ছিড়েছে পাকনল
আকাশে জলযান ক্ষেপারা পেড়ে খাক।
আমিতো আজকাল ভাবিনা আর কিছু
আহারে একঝাঁক নবীন সুখে থাক।
যে ছবিতে নেই
যে ছবিতে নেই
সেটা আরো বেশি দেখি
দেখি তার দৈর্ঘ্য প্রস্থ
কোন জায়গাতে দাঁড়ালে মানাতো খুব
কোন জায়গাতে থাকলে কেটে যেত মাথা...
*********************************************************
মৃন্ময় মাজী
জন্ম ৮ এপ্রিল ১৯৯০
সুন্দরাবাঁধ ( রঘুনাথপুর ২ নং ব্লক) ,পুরুলিয়া থেকে লিখছেন।
পিতা সুভাষ চন্দ্র মাজী, মাতা পার্ব্বতী মাজী। ২০২০ সাল থেকে মূলত লেখালেখি শুরু,
পাশাপাশি সেই বছর থেকেই শিল্পজগৎ ওয়েব ম্যাগাজিন-এর সম্পাদনা,যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে ।
অনবদ্য দাদা ❤❤❤
উত্তরমুছুন