**********************
১৫ ডিসেম্বর ২০২১
স্বরবর্ণ * পাঁচ
**********************
শীতের হাওয়ায় লাগল নাচন.....
শিয়রে পুরভোট। ' জাওয়াদ' -এর ভ্রুকুটি মিলাতে না মিলাতেই, ফের নিম্নচাপের ধাক্কা। কুয়াশা ঢাকা আকাশ। ঊর্ধ্বমুখী পারদ। ' শীতের হাওয়ায় লাগল নাচন আমলকির ওই ডালে ডালে ' দুর্নিরীক্ষ্য। উধাও শীত। সব হাওয়া আড়াল করে পশ্চিমী ঝঞ্ঝা নাকি শীতের গালে গ্লোবাল ওয়ার্মিং-এর সপাট থাপ্পড়, আবহবিদরা মাথা ঘামান।ওদিকে ঘন কুয়াশায় তামিলনাড়ুর কুনুরে আছড়ে পড়ল সেনাপ্রধান বিপিন রাওয়াত-এর কপ্টার তেরোজন সঙ্গী-সহ । অন্তর্ঘাত ? আবহাওয়ার দুর্যোগ? ধোঁয়াশা এখনও। তবে এরই মধ্যে বিরুদ্ধ সব হাওয়ার রক্তচক্ষু মুছে জয়ী হলো প্রায় বছরখানেক ধরে চলা রাজধানী দিল্লির প্রবেশপথে অবস্থানরত কৃষক আন্দোলন। জনমতের চাপে, সংঘটিত আন্দোলনের জেরে শেষ পর্যন্ত সরকার বাধ্য হলো বিতর্কিত ' তিন কৃষি আইন ' প্রত্যাহার করতে। এদিকে আশার কথা ,করোনা সংক্রমণ অনেকটাই নিম্নগামী। স্কুলের চেয়ার টেবিলগুলো কচিকাঁচাদের স্পর্শে ফের হাসছে। ধুলোবালি দু'হাত তুলে নাচছে। যদিও মুখ ভ্যাঙচাচ্ছে ওমিক্রন সংক্রমণাতঙ্ক। তবু ছন্দে ফেরার চেষ্টায় বিধ্বস্ত জনজীবন, ভেঙে পড়া অর্থনীতি।
এমন একটা আবহে ,সাধ্যমতো আনন্দের পশরা সাজিয়ে, প্রকাশিত হতে চলেছে 'স্বরবর্ণ 'ওয়েবজিন- এর পঞ্চম সংখ্যা। গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস-এর পাশাপাশি নিয়মিত বিভাগের সঙ্গে এ সংখ্যায় যুক্ত হলো ' অনুবাদ কবিতা' বিভাগটি। বাংলা সাহিত্যের সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কিন্তু তার বাইরেও পৃথিবীজুড়ে সাহিত্যের বিরাট বিশাল অঙ্গন। সেখানে প্রবেশের প্রধান অন্তরায় ভাষা। অনুবাদ সেই বাধা দূর করে আমাদের ভিন্ন ভাষার সাহিত্যের আস্বাদ দিতে পারে। মূলত এই উদ্দেশ্য থেকে আমরা ফরাসি ও সমকালীন হিন্দি কবিতার অনুবাদে প্রয়াসী হয়েছি। এ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বনামধন্য কবি প্রাবন্ধিক ও অনুবাদক সৈয়দ কওসর জামাল,কবি স্বপন নাগ এবং কবি নীলকমল।
যেহেতু আমরা সাহিত্যসৈনিক, আমাদের বিচরণ শব্দ-অক্ষরের কারিগরিতে,পরিস্থিতি যতই প্রতিকূল হোক, আমরা ভুলতে পারিনা, এবছরই শার্ল বোদলেয়ার ফিওদর দস্তয়েভস্কি এবং গুস্তাভ ফ্লব্যের এই কালোত্তীর্ণ সাহিত্যিক ত্রয়ীর দ্বিশতজন্মবর্ষ ,পাশাপাশি সার্ধশতবর্ষ স্পর্শ করলেন মার্সেল প্রুস্তু। এই চার কালজয়ী সাহিত্যস্রষ্টার সৃষ্টিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁরা তাঁদের সৃষ্টির বৈচিত্রে আমাদের চেতনা চৈতন্যে মিলেমিশে একাকার হয়ে আছেন।
পক্ষকাল বাদেই বিদায় নেবে ২০২১। সাথে সাথে বিদায় নিক দুর্ভাবনা ,আতঙ্কের প্রহর গোনা , ধর্মীয় উন্মাদনা, অপরের স্বাধীনতা হরণ করার বিকট উল্লাস ,হাসিতে -খুশিতে,জীবনের সহজ ছন্দে জীবন আবার টগবগ করে ফুটুক ....এমন আশ্বাস নিয়ে প্রতিটি মানুষের জীবনে উদিত হোক ২০২২ -এর নবারুণ----প্রার্থনা । পরিশেষে , এ সংখ্যার আয়োজনে যে সব কবি শিল্পী লেখক বন্ধুরা এগিয়ে এলেন, তাঁদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
দেবাশিস সাহা
সম্পাদক * স্বরবর্ণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন