কবি নির্মল হালদার-এর কবিতা
পাহাড়তলির মাঠ
১:
আমার সঙ্গে খেলতে যাবি?
আমি ধুলা খেলবো।
রাশি রাশি ধুলা বইছে।
রাশি রাশি ধুলায় প্রাণ বইছে।
২:
আকাশে যাবি?
চাঁদ ধরবো সূর্য ধরবো।
আকাশে যাবি?
চাঁদ পরবো সূর্য পরবো।
আকাশে যাবি?
আকাশ পরবো মাথায়।
৩:
থোকা থোকা খেজুর
রসিক চেয়ে আছে গাছের দিকে।
থোকা থোকা খেজুর
মাটি চেয়ে আছে গাছের দিকে।
রসিক না মাটি কে পাবে
প্রথম একটি খেজুর?
রসিক না মাটি কে পাবে
প্রথম রসের ফোঁটা?
নির্মল হালদার
বাংলা কবিতায় নির্মল হালদার ভালোবাসামাখা একটি সুপরিচিত নাম। আজীবন কবিতার প্রতি একনিষ্ঠ এই কবির কলমে রাঢ়বঙ্গের প্রকৃতি, প্রান্তিক মানুষের অব্যক্ত জীবনছন্দ বাঙময় হয়ে ওঠে। শেষ পর্যন্ত যা স্থান কালের সীমানা ছাড়িয়ে হয়ে ওঠে কালোত্তীর্ণ শিল্পসৃষ্টি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন